ঢাকা, ২৯ জুন (ইউএনবি)- দুর্গাপূজার সময় এক দিনের পরিবর্তে তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের ১৫টি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি বাস্তবায়ন জাতীয় কমিটি’ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এ ব্যাপারে এখনো নিশ্চুপ।’
বক্তারা আরো বলেন, তাদের তিন দিনের সরকারি ছুটির দাবি যদি আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করা না হয় তাহলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সচিব ও আহ্বায়ক পলাশ কান্তি দে ও বাংলাদেশ হিন্দু পরিষদের নির্বাহী সভাপতি বাবুল দাস বক্তব্য দেন।