তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নে যুবারাই মূল শক্তি… তাদের মেধা এবং মনন সুখী সমৃদ্ধ দেশ নির্মাণ করতে পারে।’
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এবছর ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে।
যুব সমাজ যাতে চাকরির অভিশাপ থেকে মুক্তি পায় এবং নিজেদের মেধা-মনন দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকারের অসংখ্য উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।
পরিশ্রমী যুবা দেশের জন্য মূল্যবান সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানব সম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য।’
তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন উদ্যোক্তা এমন কাজ করবে, যাতে সে অন্যদেরকেও চাকরি দিতে পারে। ‘সরকারি, বেসরকারি উদ্যোগে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’
ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে আমাদের অনেক দক্ষ জনশক্তি প্রয়োজন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রিড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আরিফ খান জয় এবং ক্রিড়া সচিব মুহাম্মাদ আব্দুল্লাহ বক্তব্য রাখেন।