নরসিংদী, ২২ জুন (ইউএনবি)- নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাহমুদাবাদ গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম ও শিমু ওই গ্রামের আলামিনের ছেলে-মেয়ে।
জানা যায়, বেলা ৩টার দিকে শামিম ও শিমু খেলতে খেলতে বাড়ির অদূরে নদীর ধারে চলে যায়। এসময় শামিম গোসল করতে পানিতে নামে। ভাইকে দেখে শিশু বোনও এগিয়ে যায়। শিমু পানিতে তলিয়ে গেলে বোনকে খুঁজতে গিয়ে শামিমও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
রায়পুরা মাহমুদাবাদ ১ নং ইউপি সদস্য আব্দুল ছাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শামিমের বয়স ৯ বছর ও তার বোন শিমুর বয়স সাড়ে ৩ বছর। তারা খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।