ঢাকা, ০৮ জুলাই (ইউএনবি)- দু’দেশের নাগরিকদের কল্যাণের জন্য মানব সম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, বিমান পরিবহন ও অন্যান্য সম্ভাবনাময় খাত সম্প্রসারণে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বাংলাদেশে নবনিযুক্ত ইউএই রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ সাঈদ হামিদ আল-মেহিরি রবিবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আল-মেহিরিকে স্বাগত জানান এবং নিজ দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠককালে তারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও ইউএই’র মধ্যকার সম্পর্কের উন্নতি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।