নারায়ণগঞ্জ, ০২ জুলাই (ইউএনবি)- নারায়ণগঞ্জে শিশু আশিকুর রহমান রিফাত (১১) হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইবুনাল-২) বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রিফাতের বোনের স্বামী মহিউদ্দিন হাসানাত ও ভাড়াটে খুনি সাইফুল ইসলাম। তাদের মধ্যে মহিউদ্দিন পালাতক রয়েছেন।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির নলছিটির ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় বাস করতেন। তাদের সাথে মেয়ে ও মেয়ের স্বামী মহিউদ্দিনও থাকতেন। এক পর্যায়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন মহিউদ্দিন।
ঘটনার জেরে তিনি ২০১২ সালের ১০ আগস্ট শ্যালক রিফাতকে অপহরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাভানা ভূঁইয়া সিটিতে নিয়ে যায়। পরে রাতে রিফাতকে গলাকেটে হত্যা করা হয়।