শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
সুধারাম থানা পুলিশ জানায়, রাতে একদল চোর ওই গ্রামের মালেকের বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাদেরকে ঘিরে ফেলে। এসময় অন্যরা পালিয়ে গেলে নিহত ওই ব্যক্তি গ্রামবাসীর হাতে ধরা পড়ে। তাকে চোর সন্দেহে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে গ্রামবাসী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা গেছেন।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, চোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রামবাসী পিটিয়ে আহত করলে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এখনো তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।