রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর (ইউএনবি)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাবির ইতিহাস বিভাগের সাবেক এ শিক্ষার্থীকে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মুনসুর রহমান বাঘা উপজেলার মনিগ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
রাবির প্রক্টর লুৎফর রহমান জানান, মুনসুরকে ৪২৫ নং কক্ষ থেকে আটক করা হয়।