একই সাথে বিচারকসহ সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের আগে ও বিনা অনুমতিতে সপ্তাহের শেষ দিনে কর্মস্থল ত্যাগ, অন্যান্য কার্যদিবসে কর্মস্থলের বাইরে অবস্থান ও সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে যোগদানে বিলম্ব না করার জন্য পুনরায় নির্দেশ দেয়া হয়েছে।
এসব নির্দেশনা অমান্য করলে তা ‘অসদাচরণ’ বলে গণ্য হবে উল্লেখ করে বৃহস্পতিবার সার্কুলার জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলারে আরো বলা হয়, অধস্তন আদালতে বিচারাধীন মামলা হ্রাস ও নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা রোধ করতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য কর্মদিবসে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কর্মকর্তারা নির্দেশনা না মেনে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন। এমনকি সপ্তাহের শেষ দিনে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ এবং পরবর্তী কর্মদিবসে বিলম্বে উপস্থিত হন।
এসব কারণে জনগণ ন্যায় বিচার থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি বিচার প্রশাসনের কাজের ধারাবাহিকতার বাধা সৃষ্টিসহ জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে সার্কুলারে বলা হয়।