শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়।
শিক্ষক নেতারা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।
ফোরামের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম বলেন, জাতীয়করণের দাবি পূরণে সরকার থেকে আশ্বাস পেয়ে তাদের সংগঠন ২০ দিন ধরে চলা বিক্ষোভ ও অনশন ধর্মঘট গত ২৯ জানুয়ারি স্থগিত করেন। কিন্তু তাদের দাবি পূরণে সরকার থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি।
তিনি জানান, অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার বিষয়ে ঘোষণা না আসলে তারা ২৩ থেকে ২৬ জুলাই এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন।
সাইদুল হাসান আরো জানান, দাবি আদায়ে তারা আগামী ১৫ আগস্ট কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব মো. আবদুল খালেকও বক্তব্য দেন।