তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের সন্তানদের এগিয়ে রাখার লক্ষে আমরা সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা বিশ্বের অন্যদের চেয়ে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে দেশব্যাপী সৃজনশীল মেধা অনুসন্ধান ২০১৮ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে একথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, বিশ্ব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং সকলকে এই গতির সাথে চলতে হবে। আমরা এভাবে আমাদের সন্তানদের গড়ে তুলতে চাই।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ে পড়ানো হয় এমন নতুন বিষয়ের ওপর শিক্ষার ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
‘আমরা এ বিষয়ে গুরুত্ব দিচ্ছি, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি’, বলেন শেখ হাসিনা।
এদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন. ‘আমি মনে করি আমাদের সন্তানরা সবচেয়ে মেধাবী ও গুণী।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।