ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের কৃষক আকরাম মৃধার বাড়িতে এ অজগর সাপটি ধরা পড়ে।
সাপটি দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতার ভীড় দেখা গেছে। একই সঙ্গে ওই এলাকার লোকজনের মধ্যে সাপ আতঙ্কও লক্ষ্য করা গেছে।
কৃষক আকরাম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১২টায় তার পুরাতন বাড়ি থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়িতে ফিরেন। এ সময় বসতবাড়ির পাশে রাস্তার ওপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি।
তিনি বলেন, লোকজন ডেকে লাঠিসোঁটা দিয়ে বস্তার মধ্যে অজগরটি আটক করা হয়। পরে বাড়িতে এনে একটি কাঠের খাঁচার মধ্যে রাখা এটিকে হয়েছে।
কৃষক আকরাম আরো বলেন, বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হেলাল হোসেন জানান, ১৫ ফুট লম্বা অজগরটির ওজন ২৫ থেকে ২৬ কেজির বেশি হবে। তিনি বলেন, খাচায় বন্দি অজগরটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ভীড় করছেন কৃষক আকরাম মৃধার বাড়িতে।
গাজনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা জানান, হঠাৎ করে গ্রামে এতো বড় অজগরের উপস্থিতি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথায় থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না।
তিনি জানান, কয়েক দিন আগে গোন্দারদিয়া গ্রামে শাহ আবুল হোসেনের একটি বাড়িতে ১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার সাংবাদিকদের বলেন, যে এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এই ধরনের সাপ সেখানে থাকার কথা নয়। কিভাবে কোথা থেকে এলো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে।
তিনি জানান, সাপটি সংরক্ষণের জন্য বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগকে বলা হয়েছে, উপযুক্ত জায়গায় অজগরটি অবমুক্ত করা হবে।