ঢাকা, ২৮ জুন (ইউএনবি)- মুক্তিযোদ্ধাদের আপদকালীন ঋণ বৃদ্ধির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক স্বপন কুমার বিশ্বাস জানান, বর্তমানে একজন মুক্তিযোদ্ধা আপদকালীন চাহিদা পূরণে সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ সুবিধা পান।
মাগুরা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণে অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুপারিশও করেছে কমিটি।
এছাড়া, গত বৈঠকে নেয়া সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে এ বৈঠকে আলোচনা করা হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।