শাবি, ১৫ ডিসেম্বর (ইউএনবি)- শীতকালীন ও বড়দিন উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী মঙ্গলবার। ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতকালীন ও বড়দিন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। আবাসিক হলগুলো ২০ ডিসেম্বর থেকে বন্ধ হবে এবং জানুয়ারি মাসের ১ তারিখ খুলে দেয়া হবে।