ঢাকা, ২৮ জুন (ইউএনবি)- যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড শুক্রবার ঢাকায় আসছেন।
বাণিজ্য ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তার এ তিন দিনের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বছরের ৩১ জুন নিয়োগ পাওয়া মার্ক ফিল্ড রবিবার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সাক্ষাৎ করবেন বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।
এছাড়া তিনি সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথে বৈঠক করবেন।
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা শিবিরেও যাবেন।