সিলেট, ০৮ ফেব্রুয়ারি (ইউএনবি)- জেলার কানাইঘাট উপজেলার পূর্ব বাজারে অন্তত ১৯টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে বাজারের একটি টিনশেডে প্রথম আগুন দেখা যায়। পরে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে ।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, প্রথমে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সিলেট সেনানিবাস, জৈন্তাপুর ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৯টি দোকান পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, বলেন ওসি।