ফরিদপুর, ০৭ ফেব্রুয়ারি (ইউএনবি)- ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ফারজানা বেগম (২৭) উপজেলার আটকাহ নিয়া গ্রামের এলাহী শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কহলের পর দুপুর ১২টার দিকে বসত ঘরের আড়ার সঙ্গে ফারজানাকে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তারা লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এসএম ফরহাদ বলেন, হাসপাতালে আনার আগেই ফারজানা মারা যান।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।