ঢাকা, ১০ নভেম্বর (ইউএনবি)- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে এসিএম-আইসিপিসি আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়।
২০১৯ সালের চূড়ান্ত পর্বের জন্য দুটি প্রতিযোগী দলকে নির্বাচনের করতে ডিআইইউ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে ই প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে।
সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার মূল পর্ব আাগমী বছরের ৩১ মার্চ পর্তুগালের পর্তোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
আয়োজকরা জানান, দেশের শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৯৭ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।