লস অ্যাঞ্জেলেস, ২৭ অক্টোবর (এপি/ইউএনবি)- আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এলমা (আমেরিকান ল্যাটিনো মিডিয়া আর্টস) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা পেতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া ও জিনা রদ্রিগেজ।
আমেরিকার বিনোদন ও গণমাধ্যম বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকছেন উইলমার ভেলডেররামা।
অনুষ্ঠানে অ্যাক্টিভিস্ট সামান্থা ফুয়েন্তেস এবং জেমি মারগোলিনকেও সম্মাননা দেয়া হবে। ফুয়েন্তেস ফ্লোরিডা স্কুলের গোলাগুলিতে মারাত্মক আহত হয়েছিলেন। মারগোলিন আবহাওয়া পরিবর্তন নিয়েছে জিরো আওয়ার মুভমেন্টের প্রতিষ্ঠা করেন।
আগামী ৪ নভেম্বর এলমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি টেলিভিশনে স্থানীয় সময় রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে।