শুভেচ্ছা জানাতে এসেছিল সহ অভিনেতা-অভিনেত্রী সহ বন্ধুরাও।
দেখে নেয়া যাক তাদের এই জমকালো অনুষ্ঠানের ছবির এ্যালবাম।

উপস্থিত ছিলেন, ক্যাটরিনা, শাহরুখ, দিয়া মির্জা ও আনুশকা।
অভিনব সাজে আবারও তাক লাগালো দীপবীর
আশীর্বাদ দিতে এসেছিলেন সঞ্জয় লীলা ভানসালী ও রেখা।

স্বপরিবারে শুভেচ্ছা জানাতে এসেছেন অমিতাভ বচ্চন।

সাইফ আলী খান ও কারিনাকেও দেখা গিয়েছিল নবাবী ভঙ্গিতে

ভবানি পরিবারের সদস্যরা
পাপ্পারাজিদের সাথে মজা করতে দেখা গেলো দীপ-বীরকে।

অনুষ্ঠানে ছিলেন শচিন সহ খেলার জগতের বিশিষ্ট অনেকে।

ক্যামেরায় বন্দী হয়েছেন আম্বানি পরিবারের সদস্যরাও।

খুনসুটিতে মেতেছিলেন তারকারা।

স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে হাজির হয়েছিলেন শিল্পা শেটি কুন্দ্রা।

ভারুনকে দেখা যায় বান্ধবী নাতাশার সাথে

মজা করতে দেখা যায় মুন্না ভাই ও সার্কিট জুটি খ্যাত সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে।

বাবা জিতেন্দ্রর সাথে দেখা যায় তুষার কাপুর কেও।