বিএনপির স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকে লড়তে কণ্ঠশিল্পী কনকচাঁপা মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন।
সিরাজগঞ্জ-১ আসনে এই তারকা শিল্পী ধানের শীষ নিয়ে লড়বেন নৌকার প্রতীকের প্রবীণ রাজনীতিবিদ ও একাধিকবারের সাংসদ মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে।
মোহাম্মদ নাসিম বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ। তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দাযত্বি পালন করেছেন।
তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র।
অন্যদিকে রাজনীতির মাঠে একাবারেই নতুন মুখ কনকচাঁপা। তবে, রাজনীতিতে নতুন হলেও কনকচাঁপা নির্বাচনী আসনে বেশ জনপ্রিয় ও সবার কাছে সমাদৃত।
স্থানীয় ভোটার ও সর্বসাধারণ মনে করছেন, এই আসনে কনকচাঁপাকে বিএনপির মনোয়নপত্র দেয়ার মাধ্যমে আসনটিতে এখনই নির্বাচনী সরগম লেগে গেছে।