ঢাকা, ০৭ নভেম্বর (ইউএনবি)- বলিউডের ‘ব্যড বয়’ খ্যাত তারকা সালমান খানের ভেতরের ভালো মানুষটার দেখা মিলল আরেকবার। দেখা পাওয়া গেল সত্যিকারের বজরাঙ্গি ভাইজানের চরিত্রে।
সম্প্রতি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেখতে গিয়ে কেঁদে ফেলেন এই তারকা।
জানা যায়, গোবিন্দ নামে এক ব্যক্তির কাছ সালমানের কাছে অনুরোধ আসে, ‘তাঁর এক আত্মীয়ের ছেলে ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সে সালমানের বিরাট ভক্ত। এক বার যদি ‘ভাইজান’ তাকে দেখতে যেতে পারেন।’
এমন অনুরোধ ফেলতে পারেননি সালমান খান। হাসপাতালে ছুটে যান তিনি এবং দেখা করেন ক্যানসার আক্রান্ত ওই শিশুটির সাথে।
হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় এই ‘ব্যড’ বয়কে।
অসুস্থ ওই শিশুটির সাথে কাটানো সময়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে শুধু ক্যানসারে আক্রান্ত ওই শিশুটিই নয়, ওই ওয়ার্ডে থাকা সকল শিশুদের সাথেই একটু করে দেখা করেন সালমান খান।