ইসলামাবাদ, ০১ সেপ্টেম্বর (এপি/ ইউএনবি)- প্রাদেশিক গভর্নরের ‘হস্তক্ষেপ’ ও নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করেছে পাকিস্তান।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাস নানগারহার প্রদেশের গভর্নরের হস্তক্ষেপের অভিযোগ করে। গভর্নরকে দূতাবাসের কার্যক্রমের বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায় পাকিস্তান।
এছাড়াও জালালাবাদে পাকিস্তানি মিশন থেকে দূতাবাস প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের জন্য আফগান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দূতাবাস সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
এর মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের আরো অবনতি ঘটল। সীমান্তে জঙ্গিদের আশ্রয় দেয়াকে নিয়ে উভয়ই পরস্পরকে দায়ী করে আসছে।