কাবুল, ১৫ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে আগুন লেগে চারজন নিহত হয়েছেন।
প্রদেশটির একজন সরকারি মুখপাত্র মোহাম্মাদ নাসের মেহরী জানান, খাকি সাফাত জেলায় হেলিকপ্টারটি জরুরি অবতরণের পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে দুজন পাইলট এবং দুজন দক্ষ সেনা নিহত হন।
তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। তবে সাথে সাথেই এর ইঞ্জিনে আগুন ধরে যায়।
মেহরীর বিশ্বাস, শত্রুপক্ষের হামলায় হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।
ফারাহ প্রদেশের প্রায় অধিকাংশ অঞ্চলই বিশেষ করে খাকি সাফাত তালেবানের নিয়ন্ত্রণে।