কলকাতা, ০৫ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- ভারতের কলকাতায় একটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের একাংশ ভেঙে একজন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
মঙ্গলবারের এ দুর্ঘটনা রপর বুধবার সকালেও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কার্যক্রম চলতে দেখা গেছে।
তবে রাতভর চলা এ উদ্ধার অভিযানে কাউকে আটকে থাকার খবর পাওয়া না গেলেও একজন পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার অভিয়ান এখনো চলছে।
দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় প্রায় ১০০ ফুট ধসে পড়া অংশ দিয়ে বাসসহ প্রায় অর্ধডজন যানবাহন নিচে পড়ে যায়।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আহত অবস্থায় ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সেথ শুকলাল করনানি মেমোরিয়াল হাসপাতালের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, অর্ধশত বছর আগে তৈরি হওয়া ফ্লাইওভারটি ট্রেন লাইনের ওপর দিয়ে গেলেও ধসে পরার সময় কোনো ট্রেন চলাচল করছিল না।