নিখোঁজ রয়েছে আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ফিলিপাইনের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধস ও পানিতে ডুবে করডিলেকা পর্বত অঞ্চলে ২০ জন নিহত হয়েছে। নিকটবর্তী নুয়েভা ভিজকায়া প্রদেশে চারজন মারা গেছে। এছাড়া কাগায়ান প্রদেশের আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রচণ্ড বৃষ্টির সাথে ঝড়ের কবলে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো বাড়িঘর, উপড়ে গেছে অসংখ্য গাছপালা, সৃষ্টি হয়েছে বন্যা ও ভূমিধসের।
হংকং এবং চীনে দক্ষিণাঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড়টির তাণ্ডবে গুয়াংডংয়ের প্রায় পাঁচ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।
ফিলিপাইনের উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রায় ৮৭ হাজার মানুষকে সরানো হয়েছে। মংখুটের কারণে ফিলিপাইনের কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশটির আবহাওয়াবিদরা জানায়, রবিবার সকালে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে।
হংকংয়ের পর্যবেক্ষকরা বলেছেন, যদিও মংখুট কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবুও এর প্রভাবে তীব্র বৃষ্টিপাত হচ্ছে।