ভার্জিনিয়া, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ফ্লোরেন্সের আঘাতে এপর্যন্ত শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রচণ্ড বৃষ্টির সাথে সাথে ভয়াবহ ঝড়ের কবলে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো বাড়িঘর, উপড়ে গেছে অসংখ্য গাছপালা।
জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন কয়েক হাজার মানুষ।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানান, শুক্রবার উইলমিংটনে ঘরের ওপর গাছ পড়ে শিশুসহ এক মা মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে হাসপাতালে নেয়া হয়। লেনয়ের কাউন্টিতে ৭০ বছর বয়সী দুই বৃদ্ধ মারা গেছেন। এছাড়া হ্যাম্পস্টিডে এক নারী মারা গেছেন।
ফ্লোরেন্সের কারণে উত্তর ও পশ্চিম ক্যারোলিনার কিছু অংশ এবং ভার্জিনিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
ওই অঞ্চলের ১.৭ মিলিয়ন মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলেছেন কর্তৃপক্ষ।
ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ঘূর্ণিঝড়টি এখন ধীরে ধীরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দিয়ে যাচ্ছে।