বিক্রমাসিংহের রাজনৈতিকল দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি রবিবার তাদের টুইটারে জানান, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে শপথবাক্য পাঠ করে দায়িত্ব নিয়েছেন বিক্রমাসিংহে।
এর মাধ্যমে দেশটিতে প্রায় ৫০ দিনের রাজনৈতিক সংকটের কিছুটা অবসান হলেও দুই নেতার মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকতে পারে।
এদিকে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে শপথ নেয়ায় খুব শিগগির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে আশা করা যাচ্ছে।
গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা বিক্রমসিংহকে বরখাস্ত করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে রাজাপাকসেকে দিয়ে সেদ পদ ধরে রাখতে পারেননি।
অপরদিকে বিক্রমাসিংহেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া ‘অনৈতিক’ হওয়ায় রাজাপাকসে পদে থাকতে পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হন।
ফলে দেশটির সুপ্রিম কোর্টের রায় ও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভে ব্যর্থ হয়ে রাজাপাকসে গত শনিবার তার পদ থেকে পদত্যাগ করেন।