ঢাকা, ০৬ জুলাই (ইউএনবি)- নয়াদিল্লিতে আগামী বছরের ৮-১০ জানুয়ারি চতুর্থ রাইসিনা সংলাপ অনুষ্ঠিত হবে বলে শুক্রবার জানিয়েছে ভারত।
রাইসিনা সংলাপ ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতি নিয়ে ভারত আয়োজিত প্রধান সম্মেলন।
অবজারর্ভার রিসার্চ ফাউন্ডেশন ও ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ সংলাপের আয়োজন করবে।
সরকারি ঘোষণায় জানানো হয়, ইয়ং ফেলো কার্যক্রম, মন্ত্রী পর্যায়ের অধিবেশন, পূর্ণাঙ্গ অধিবেশন, বিতর্ক ও গোলটেবিল বৈঠকের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে রাইসিনা সংলাপ সাজানো হয়েছে।
২০১৮ সালের রাইসিনা সংলাপে ৬০টির বেশি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ৮৬টি দেশের ছয় শতাধিক বক্তা ও প্রতিনিধি অংশ নেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে ওই সংলাপের উদ্বোধন করেছিলেন।
সংলাপে অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরান, ফ্রান্স, সুইডেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস, জাপান ও পোল্যান্ডসহ অনেক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন।