তিনি বলেন, আগামী ডিসেম্বরের নির্বাচনে ইভিএম মেশিন কেনা কিংবা এর ব্যবহার করা যাবে কি যাবে না সে বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, এরই মধ্যে ইসি ঘোষণা দিয়েছে যে এক তৃতীয়াংশ ভোটকেন্দ্রে দেড় লাখ ইভিএম মেশিন ব্যবহার করা হবে।
ইভিএমের দাবি আওয়ামী লীগের নতুন নয় উল্লেখ করে কাদের বলেন, এটা আধুনিক প্রযুক্তি। উন্নত দেশ এমনকি পাশের দেশ ভারতেও ইভিএমের মাধ্যমে ভোট হয়।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সিলেট সিটি নির্বাচনে যে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছিল সেখানে ক্ষমতাসীনরা পাস করতে পারেনি। তাহলে কেন বিরোধী দলগুলো ইভিএম ব্যবহারে ভয় পাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।