কিশোরগঞ্জ, ৩০ জানুয়ারি (ইউএনবি)- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হওয়ার পর মৃত্যুবরণ করায় এ আসনে উপনির্বাচন হচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সহ-সভাপতি এম.এ রশিদ, সাধারণ সম্পাদক এম.এ. আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মেয়র মো. পারভেজ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলকিছ বেগমসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।