শনিবার সকালে ঝালকাঠির প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি চায় না তারাই আওয়ামী লীগের বিরোধিতা করে। তারা এ দেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে।’ এদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
পিটিআই এর সুপার স্বপন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নির্বাহী প্রকৌশলী এল.জি.ইডি মো. রুহুল আমিন ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে পিটিআই প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, এক্সপেরিমেন্টাল স্কুল ভবন, সুপার কোয়ার্টার ভবন, পিটিআই পাঁচতলা হোস্টেল ভবন নির্মাণ করা হয়েছে।