সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার বছর পূর্তিতে ওইদিন সমাবেশের পরিবর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
পাশাপাশি দেশব্যাপী (ঢাকা মহানগরী বাদে) পরের দিন একই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী বলেন, চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে এর আগে আমরা ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু বইমেলার কারণে আমরা আমাদের সিদ্ধান্ত স্থগিত করেছি।
এর পরিবর্তে ৮ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, যোগ করেন তিনি।
প্রসঙ্গত, জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর পুরনো ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
তার কারাভোগের বছর পূর্তিতে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করল।