সাতক্ষীরা, ১৩ আগস্ট (ইউএনবি)- সাতক্ষীরা শহরে গোপন বৈঠককালে জেলা ছাত্র শিবিরের সভাপতি ও ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।
সোমবার সকালে শহরের মুন্সিপাড়ায় জেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানা ও সাদিয়ার ভাই একরামুল ইসলাম।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসানের ভাষ্যমতে, ‘জাহিদুল ইসলাম ও সাদিয়া সুলতানা গত চার বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে মুন্সিপাড়ায় বসবাস করে আসছিলেন। তারা সেখানে থেকে শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সাংগঠনিক ও সরকার পতনের কার্যক্রম চালাচ্ছিলেন।’