শনিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
নাসিম বলেন, ‘১৪ দলীয় জোট কোনো অর্থহীন সংলাপের পক্ষে নেই। সংলাপ মানে হলো নির্বাচনকে পিছিয়ে দেয়া, অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসানো। ১৪ দল এর পক্ষে নেই, কোনো ধরনের আপসেও প্রস্তুত নয়।’
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসানোর যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহারা দেবে ১৪ দলীয় জোট।
নাসিম বলেন, ‘যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখন অশুভ একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠে। তারা অবান্তর, অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি সামনে নিয়ে আসে। নির্বাচন জনগণের অধিকার এবং এতে অংশগ্রহণও রাজনৈতিক দলগুলোর অধিকার। যদি তারা নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নেয় তবে আমরা তাদের স্বাগত জানাবো।’
‘বর্তমানে পুরো বিশ্বে নির্বাচিত সরকারের অধিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই,’ যোগ করেন তিনি।
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রীক দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।