ঝালকাঠি, ০৭ জুলাই (ইউএনবি)- দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগকে পুনরায় সরকার গঠন করার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন অঞ্চলকে উন্নয়নের রোডম্যাপে এনেছে। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তাই আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে।
শনিবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলানায়তনে জেলা পরিষদের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের মধ্যে পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলকে সরকার একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে। পদ্মাসেতু ও পায়রাবন্দর ঘিরে এ অর্থনেতিক জোনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রকল্প দুটি শেষ হলে এ অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুর হক হারুন।