চুয়াডাঙ্গা, ২৯ জুন (ইউএনবি)- চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে প্রায় দেড় কেজি ওজনের ১৩টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
আটক দেলোয়ার হোসেন (৫০) ফরিদপুর জেলার বোয়ালমারি থানার চরবরনি গ্রামের মৃত ওমেদ শেখের ছেলে।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনা পাচার ধরতে শুক্রবার সকাল থেকে বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি টিম দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়। দুপুর আড়াইটার দিকে ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। এরপর তার কাছে থাকা ব্রিফকেইস তল্লাশি করে হাতলের মধ্যে অভিনব কায়দায় রাখা ১৩টি সোনার বার উদ্ধার করে।
দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।