সিনেমা
অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
কিছুদিন আগেই বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘ওরা ৭ জন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকদের জন্য। এবার বাংলাদেশের দর্শকরাও অলা্ইন প্লাটফর্মে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
স্বাধীনতার মাস উপলক্ষে ১ মার্চ (শুক্রবার) মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে ‘টফি’র পর্দায়।
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেকে।
টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি’র এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
আরও পড়ুন: ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৬৫৫ দিন আগে
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প।
জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চরকিতে চলছে মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
দুই ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
মুক্তির দুই দিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত।
গণমাধ্যমে পরিচালক বলেন, ‘ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।’
তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সঙ্গে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘কাছে মানুষ আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।’
প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়।
অভিনয় নিয়ে তার পরিকল্পনা কী বা অভিনয়ে নিয়মিত হবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হব কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। কাছের মানুষ দূরে থুইয়া আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।’
সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন- জাহান সুলতানা।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৬৬০ দিন আগে
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
‘জীবনের খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড়পর্দায় দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজলকে। এবার তার সঙ্গে জুটি বেঁধেছেন সিন্ডি রোলিং। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।
নতুন এই সিনেমা নিয়ে ইউএনবিকে সজল বলেন, ’চলচ্চিত্রে আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন ও পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। দর্শক আমাকে এবার নতুনভাবে পাবে ‘জীবনের খেলা’ চলচ্চিত্রে।’
আরও পড়ুন: জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। তিনি ‘জীবন খেলা’য় সজল ও সিন্ডি প্রসঙ্গে বলেন, ‘ভার্সেটাইল অভিনেতা সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্র উপভোগ করবেন আমার বিশ্বাস।’
‘জীবনের খেলা’র গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ।
চলচ্চিত্রটি চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে বলে পরিচালক জানিয়েছেন।
আরও পড়ুন: বিষাদের আবহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’
বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
৬৬৩ দিন আগে
জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে।
খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।
জয়ার পোস্ট থেকে জানা যায়, প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে 'জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ' নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কারটি 'খয়র-ই-মান্দেগার' নামক একটি প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।
আরও পড়ুন: তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
এই পুরস্কারের পাশাপাশি, 'ফেরেশতে' চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।
সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
উল্লেখ্য, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর পাশাপাশি 'ফেরেশতে' চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে জনগণ, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।
এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
৬৬৩ দিন আগে
রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
আবারো বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বনিবনা হচ্ছে না বলে এক ভিডিও বার্তায় জানান এই তারকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের সংসার ভাঙার খবর দিয়েছেন তিনি।
ভিডিওতে মাহি বলেন, ‘আমি ও রাকিব খুব ভালো বোঝাপোড়া থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
তিনি আরও বলেন, ‘খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলবেন। বিশ্বাস করেন, এসব মন্তব্য একটা তীরের মতো আমার বুকে বিঁধবে। কষ্ট হয়, তবে এসবে আমি কিছু বলি না। আমার পরিবারের মানুষও কষ্ট পায়।’
ভিডিও বার্তায় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন। সে তো বাচ্চা, বুঝে না। কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়েই আপনারা এমন মন্তব্য করবেন না। বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, রাকিব সরকারের সঙ্গে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহি।
আরও পড়ুন: জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
৬৬৭ দিন আগে
বিষাদের আবহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’
ঈদ ছাড়া সারা বছর সিনেমা মুক্তির দিন শুক্রবার। আর সেই দিনটিই যেন সংশ্লিষ্টদের কাছে ‘ঈদের দিন’। দীর্ঘদিনের অপেক্ষায় থাকা নির্মাতা নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ মুক্তি পেল আজ (শুক্রবার)। স্বাভাবিকভাবেই পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের মনে আনন্দ থাকার কথা ছিল। কিন্তু সেটি যে এভাবে ম্লান হয়ে যাওয়া এক শুক্রবার আসবে সেটি কে বা জানত!
আরও পড়ুন: আহমেদ রুবেলের বর্ণাঢ্য জীবন
‘পেয়ারার সুবাস’ সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তবে এখন তার নামের আগে ‘প্রয়াত’ যোগ হয়েছে। সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। বেশ উচ্ছ্বাস নিয়ে সিনেমাটির প্রিমিয়ারে যাচ্ছিলেন আহমেদ রুবেল। পৌঁছেও গিয়েছিলেন নির্ধারিত স্থানে। কিন্তু লিফট দিয়ে উঠতেই হৃদরোগে আক্রান্ত হোন তিনি। হাসপাতালে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
একটি সিনেমা মুক্তির সময় সংশ্লিষ্টদের এতটা মন খারাপ হয়তো কখনো হয়নি। মুক্তির নির্ধারিত দিনেই দেশের ২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি. ও সহ-প্রযোজনায় চরকি। আর সিনেমাটি উৎসর্গ করা হয়েছে আহমেদ রুবেলকে।
সিনেমা মুক্তি পেলেও বুকের মধ্যে বিষাদ ‘পেয়ারার সুবাস’ এর কলাকুশলি ও অভিনয়শিল্পীদের। গণমাধ্যমে অনেকেই জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা।
আরও পড়ুন: 'আয়নাবাজি' এখন ওটিটির পর্দায়
প্রিমিয়ার শোতে আহমেদ রুবেলের ঘটনা জেনে অঝরে কাঁদেন জয়া আহসান। পরবর্তীতে গণমাধ্যমে বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে বলতে হবে সেটিই বিশ্বাস হচ্ছে না। পরপর দুটি সিনেমায় আমরা স্ক্রিন শেয়ার করেছি। রুবেল ভাই দর্শকের ভালোবাসায় বেঁচে থাকবেন। আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না আমাদের শো বাতিল হোক। মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। রুবেল ভাইও আমাদের মধ্যে আছেন। শো চলবে।’
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। তার মৃত্যু মেনে নেওয়া কঠিন। তার এ অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’
তারিক আনাম খান বলেন, ‘অনেকেই জানেন সিনেমাটি রুবেলকে উৎসর্গ করা হয়েছে। একজন শিল্পী বাঁচেন কিন্তু তার কাজ দিয়ে। দর্শক পর্দায় তাকে দেখে হাসে-কাঁদে। শিল্পী বাঁচে দর্শকের হৃদয়ে। রুবেলও সেভাবেই আমাদের মাঝে থাকবে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে আহমেদ রুবেলের ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এরই মধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
আরও পড়ুন: আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে ‘পেয়ারার সুবাস’
৬৭৫ দিন আগে
'আয়নাবাজি' এখন ওটিটির পর্দায়
নির্মাতা অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। ক্যারিয়ারে দীর্ঘদিন অপেক্ষার পর বড়পর্দায় অভিষেক দিয়েই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে খরার সময় ‘আয়নাবাজি’ নতুন এক সম্ভাবনা তৈরি করে। এবার ‘আয়নাবাজি’ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায়।
চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। চঞ্চল চৌধুরী তার অসাধারণ অভিব্যক্তি, বুদ্ধিমত্তা ও বহুমুখী চরিত্রে অভিনয়ের পারদর্শিতাকে অসাধারণভাবে কাজে লাগিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন এই চলচ্চিত্রে। অভিনয় শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও সিনেমাটোগ্রাফি দিয়ে সব দর্শকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল।'আয়নাবাজি' তার অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা দিয়ে ৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। সিনেমাটি এখন হইচইতে তার এক্সক্লুসিভ স্ট্রিমিং-এর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছে। এটি ২০১৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত একটি যুগান্তকারী চলচ্চিত্র।
এই চলচ্চিত্রটি তার অনবদ্য গল্প দিয়ে দর্শকদের মনে একটি ঘোর সৃষ্টি করে যা দর্শকদের সিনেম্যাটিক জার্নিতে একটি ভিন্নমাত্রা যোগ করে যা দর্শকরা আগে কখনও দেখেননি। তাছাড়া এর অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং সাউন্ডস্কেপগুলো দর্শকের আবেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ৭টি জাতীয় চলচ্চিত্রের পাশাপাশি ২০১৬ সালে সব স্তরের দর্শকের মন জয় করে নিয়েছিল এই চলচ্চিত্র।
৬৭৬ দিন আগে
আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে ‘পেয়ারার সুবাস’
সব প্রস্তুতিই হয়ে গিয়েছিল। ঘড়ির কাটায় সময় তখন বিকাল সাড়ে ৫টা। অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’এর প্রিমিয়ার শো। সকলে বেশ আনন্দে নিজেদের মধ্যে কথা-বার্তা বলছেন।
ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেলো, ‘পেয়ারা সুবাস’ সিনেমার অন্যতম মূল চরিত্রে অভিনেতা আহমেদ রুবেল আর নেই। কেন হলো, কীভাবে হলো সব জানতে আমাদের খানিকটা সময় পেছনে যেতে হবে।
সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।
আরও পড়ুন: আহমেদ রুবেলের বর্ণাঢ্য জীবন
পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিনেপ্লেক্সে ততক্ষণে শোকের ছায়া। দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা যে সিনেমাটি আজ দেখানো হবে কি না। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানান সিনেমা যেন দেখানো হয়। রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্যে দিয়ে।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চান কি না। দর্শকরাও তখন জানান, সিনেমার মধ্যে দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান।
প্রথমে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয়ে ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেলো আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদেরকে শূন্য করে দিলো।’
তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়েই। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম তাইলে সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম।’
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সারা দেশ ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।
৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।
আরও পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
৬৭৬ দিন আগে
বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
ঢাকায় এসেই গানবাংলা টেলিভিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। বিদায়বেলায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির আতিথেয়তায় গানবাংলা পরিবারের শিল্পীদের সঙ্গে গান আড্ডায় মেতে বাংলাদেশ ভ্রমণটা স্মরণীয় করে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
গণমাধ্যমে তিনি বললেন, ‘এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এখানে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হব। যাওয়ার আগে অবশেষে তা ঘটল। আমি সত্যিই কৃতজ্ঞ, অভিভূত।’
ফারজানা মুন্নি বলেন, ‘স্বস্তিকা আমাদের অতিথি, শিল্পী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও তাকে দারুণ লেগেছে। অভিনয়ের পাশপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে গানবাংলার জন্য তার একটি গান আমরা রেকর্ড করব।’
সংগীত পরিচালক তাপসের সঞ্চালনায় গান আড্ডায় উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক ইবরার টিপু, শিল্পী ঐশী, পারভেজ, লুইপা, সাব্বির, রেশমি মির্জা, শামিম, পূজা, তূর্য, নাবিলা ও প্রত্যয় খান। গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় এই লাইভ গান আড্ডায় উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে উঠতে দেখা গেছে স্বস্তিকাকে। হামিন আহমেদের কণ্ঠে মাইলসের “নিঃস্ব করেছ আমায়” গানটি শুনে স্মৃতিকাতর হয়ে উঠেন তিনি।সবশেষে, ফারজানা মুন্নির হাতের ইলিশ, চিংড়িসহ দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হন স্বস্তিকা ও উপস্থিত শিল্পীরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হয়ে ঢাকায় এসেছিলেন স্বস্তিকা মুখার্জি।
বাংলাদেশে দর্শকদের ভালোবাসা ও নানা সুখস্মৃতি নিয়ে ২৬ জানুয়ারি দেশে ফিরে গেলেন স্বস্তিকা।
৬৮৯ দিন আগে
আরিফিন শুভ’র মায়ের ইন্তেকাল
২০২৩ সালের আলোচিত বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব নেশন'-এ জাতির পিতার চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ঢালিউড তারকা আরিফিন শুভ বুধবার রাতে তার মাকে হারিয়েছেন।
রাত ১১টা ৫৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভর মা খাইরুন নাহার। তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল (বুধবার) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি (শনিবার) শুভর মা খাইরুন নাহার অসুস্থ বোধ করেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।
সর্বস্তরের মানুষ বিশেষ করে ভক্ত, সহকর্মী ও গুণগ্রাহীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করছেন।
আরও পড়ুন:'মুজিব: দ্য মেকিং অব এ নেশন' ঐতিহাসিক দলিল: গওহর রিজভী
৬৯০ দিন আগে