সিনেমা
বড়পর্দায় রবীন্দ্রনাথের ‘হৈমন্তী'
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
‘হৈমন্তী’ রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোটগল্প। এতে বিধৃত হয়েছে আবহমান কালের বাঙালি সমাজের নীরব নিষ্ঠুর এক কাহিনী। এক গৃহবধুর আত্মবিসর্জনের গল্প।
তবে গল্পের অঙ্গে অঙ্গে রয়েছে প্রাণবন্ত একজুটির রোমাঞ্চ ও ভালোবাসার স্পর্শ। পরিচালক যা চিত্রিত করেছেন সেল্যুলয়েডের পাতায় কাব্যিক চিত্রায়নে।
এই চলচ্চিত্রের নাম ভূমিকা রূপায়ন করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি।
আরও পড়ুন: বিদেশের মাটিতে মেয়ের সঙ্গে গাইলেন সামিনা চৌধুরী
অন্য চরিত্রে অভিনয় করেছেন- সাইফ খান, ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুনা আক্তার, অরূপ কুন্ডু, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আবদুল হামিদ, আনিছুর রহমান, সিনথিয়া লিজা ও শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরীসহ প্রমুখ।
এই চলচ্চিত্রে চিত্রায়ন করা হয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত।
কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, মামুন জাহিদ, শিমু দে ও জয়ন্ত আচার্য্য। সংগীতায়ন করেছেন দীনবন্ধু দাশ।
‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রটির পোস্ট প্রোডাক্টশনের কাজও সমাপ্ত হয়েছে। এখন আয়োজন চলছে সেন্সরের জন্য জমা দেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুন: 'প্যারাসাইট' অভিনেতা লি সান-কিউন মারা গেছেন
শেখ মণিকে নিয়ে টেলিছবি ‘বিন্দু থেকে বৃত্তে’
৭১৭ দিন আগে
২০২৪ সালে ঢালিউডে মুক্তি পাবে যেসব বাংলা সিনেমা
করোনা মহামারির পর অনেক চড়াই-উৎরাইয়ের সুদিন ফিরেছে ঢালিউড মুভি ইন্ডাস্ট্রিতে। তারই স্পষ্ট প্রমাণ রেখে সমূহ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ২০২৩ সাল। সিনেমা হলগুলো যেমন পরিণত হচ্ছে লোকারণে, তেমনি চলচ্চিত্রের দৃশ্যায়নেও ছাপ থাকছে আধুনিকতার। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলা সিনেমাগুলো আমুল পাল্টে দিতে পারে বাংলাদেশি চলচ্চিত্রের ধারা। সেগুলোর মধ্যে বহু প্রত্যাশিত যে ছবিগুলো মুক্তির সম্ভাব্য সময় পেয়েছে, চলুন সেগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক।
যে ঢালিউড সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
শেষ বাজি
মুক্তির তারিখ পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মেহেদী হাসান পরিচালিত এই থ্রিলার ঘরানার সিনেমাটি। মানুষের জীবনে জুয়া খেলার ক্ষতিকর প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনী।
শেষ বাজি’তে প্রধান ভূমিকায় আছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং তার বিপরীতে রয়েছেন শিরিন শিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মাহমুদুল হাসান মিঠু, রাশেদ মামুন অপু, এবং সাবেরী আলমকে।
রিকুয়্যাল রিয়েল এস্টেটের ব্যানারে সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত মুভিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ২০২৩ সালের ৩০ অক্টোবর। এরই মধ্যে সাইমনের নতুন লুক নিয়ে একটি পোস্টার প্রকাশ পেয়েছে। চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৪ এর ১৯ জানুয়ারি।
আরও পড়ুন: নতুন বছরে সাইমনের ‘শেষ বাজি’
দরদ
সুপারস্টার শাকিব খানের নতুন বছরের চলচ্চিত্রগুলোর মধ্যে এটিই এ পর্যন্ত মুক্তির সুস্পষ্ট তারিখ পেয়েছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি একই সঙ্গে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো ছবি ৬টি ভাষায় প্রকাশ পাচ্ছে।
দরদ নির্মিত হয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, কলকাতার এসকে মুভিজ, এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ও কিবরিয়া ফিল্মস।
অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্রে শাকিবের প্রধান সহ-অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণ ভারতের সোনাল চৌহান। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন ভারতের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও রাহুল দেব। বাংলাদেশিদের মধ্যে থাকছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, এবং অতিথি শিল্পী হিসেবে মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম।
দরদের হিন্দি ভার্সনের লিরিকগুলো লিখছেন সিনেমাটির সঙ্গীত পরিচালক আরাফাত মেহমুদ। বাংলা ভার্সনের লিরিকগুলোর দায়িত্বে ছিলেন সোমেশ্বর অলি, এসকে দ্বীপ এবং জাহিদ আকবর।
আরও পড়ুন: শেখ মণিকে নিয়ে টেলিছবি ‘বিন্দু থেকে বৃত্তে’
কাজলরেখা
জীবন ঘনিষ্ঠ এই চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ বিন্যাসের পাশাপাশি পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
মুভির পটভূমিতে রয়েছে ময়মনসিংহের প্রাচীন পালাগানের সংকলন 'মৈমনসিংহ গীতিকা'। সে সময় মাত্র ৯ বছর বয়স হলেই সামাজিক প্রথা অনুসারে মেয়েদের বসতে হতো বিয়ের পীড়িতে। এমনি সমাজের মানুষ হয়েও নাটকীয়ভাবে নতুন দিকে মোড় নেয় কাজলরেখার জীবন। আর এভাবেই অগ্রসর হতে থাকে চলচ্চিত্রের কাহিনী।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মত জুটি বাধছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এছাড়া বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ও ঝুনা চৌধুরী।
ছবিটিতে প্রায় ৪০টি গান রয়েছে যেগুলো পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার ইমন চৌধুরী। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত মুভিটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: সিনেমা ২০২৩: আলাচনায় শুধু ঈদের সিনেমা
অপারেশন জ্যাকপট
৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সফল গেরিলা অভিযানের নাম অপারেশন জ্যাকপট। আর এরই বীরত্বগাঁথা নিয়ে একই শিরোনামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অর্থায়নে। ২১ কোটি টাকা বাজেটের ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ঢালিউড চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং কলকাতার ‘পাগলু’ খ্যাত পরিচালক রাজিব কুমার।
তারকা বহুল ছবিটির প্রধান চরিত্রে থাকবেন অনন্ত জলিল। অন্যান গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রিয়াজ আহমেদ, নিরব হোসেন, সাইমন সাদিক, আব্দুন নূর সজল, মামনুন হাসান ইমন, জিয়াউল রোশান এবং জয় চৌধুরী। নারী শিল্পীদের প্রায় সবাই ওপার বাংলার, যেখানে দেখা যাবে স্বস্তিকা ব্যানার্জি ও সায়ন্তিকা ব্যানার্জির মত অভিনেত্রীদের।
স্বপন চৌধুরী প্রযোজিত মুভিটি এখন পর্যন্ত ২০২৪-এর বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুক্তি দেয়ার কথা চলছে।
আরও পড়ুন: ওটিটির পর্দায় ফ্রিতে ‘অন্তর্জাল’
৭১৮ দিন আগে
সিনেমা ২০২৩: আলাচনায় শুধু ঈদের সিনেমা
ঢালিউড ইন্ডাস্ট্রির অবস্থা খানিকটা হলেও বদলে গেছে। যদিও সেটি কেবলই ঈদকে কেন্দ্র করে। তবে ২০২৩ সালে এসে সিনেমার সংখ্যা বেড়েছে। সেই সংখ্যাটা প্রায় ৫০। কিন্তু ঈদ ছাড়া অন্য সময় যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো তেমন আলোচিত হয়নি বলা যায়। আর এটিই যেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সংকট।
২০২৩ সালে অর্ধশত সিনেমা মুক্তি পেলেও ব্যবসায়িক সাফল্য ও আলোচনায় থাকা সিনেমার সংখ্যা হাতে গোনা কয়েকটি। সেই তালিকায় রয়েছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহিলেকা’, ‘১৯৭১: সেই সব দিন’। তবে এর বাইরেও স্বল্প সময়ের জন্য আলোচনায় ছিল ‘এমআরনাইন’, ‘অন্তর্জাল’, ‘কিল হিম’, ‘মুজিব: একটি জাতির রূপকার’সহ কয়েকটি সিনেমা।
এ বছর দেশের সিনেমার সঙ্গে আলোচনায় ছিল বাংলাদেশে মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলো। আর এটি ছিল সিনেমা নিয়ে আলোচনাগুলোর মধ্যে অন্যতম। এর আগেও এ দেশে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। তবে সমসাময়িক বা একইদিনে মুক্তির ঘটনা এবারই প্রথম। যার শুরু হয় শাহরুখ খানের ‘পাঠান’ এর মধ্য দিয়ে। এরপরই বড় ধামাকা নিয়ে আসে ‘জাওয়ান’। পুরো বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি দিয়ে নতুন ইতিহাস তৈরি হয় বাংলাদেশে।
হিন্দি সিনেমা নিয়ে শেষ আলোচনা ছিল ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’। সবগুলো সিনেমা মাল্টিপ্লেক্সে ব্যবসা করতে পারলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি।
এবার আসি ২০২৩ এ আলোচিত সিনেমাগুলো নিয়ে।সিনেমার সঙ্গে ব্যবসা যেহেতু দীর্ঘদিনের বাস্তবতা তাই একে এড়িয়ে চলার সুযোগ বিশ্বের কোনো ইন্ডাস্ট্রিরই নেই। সেই হিসাব কষে ২০২৩ এ সফলতা পেয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। শুধু দেশে নয় পশ্চিমা দেশগুলোতেও এ দুটি সিনেমার ব্যবসা আশানুরূপ।
‘প্রিয়তাম’ দিয়ে প্রথমবার বড়পর্দায় অভিষেক হলো নির্মাতা হিমেল আশরাফের। একসময় ছোটপর্দায় নিয়মিত নাটক বানালেও পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মাঝে শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকাকালীন হিমেল আশরাফের সঙ্গে প্রায়ই ছবি দেখা যেত সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই যোগসূত্রে একসময় হিমেলের প্রথম সিনেমার নায়ক হলেন শাকিব। আর এটিই হয়তো নির্মাতার সফলতা।
কারণ ‘প্রিয়তমা’ সিনেমাটি যে কাঁচা হাতে বানানো কাজ সেটি সাধারণ দর্শকের কাছে সহজেও ধরা পড়ে। গল্পের প্লট অনেক বড় হলেও ঠিক যেন অভিজ্ঞতার কাছে পর্দায় গল্পের মালাটা ঠিকমতো গাঁথতে পারেননি এই পরিচালক। যদিও শাকিব খানের কারণে এই যাত্রায় উতরে গেছেন তিনি। ‘প্রিয়তমা’য় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
তার অভিনয় আর মিষ্টি হাসি নজর কেড়েছে বাংলাদেশের দর্শকদের। আর গুঞ্জন চলছে বাংলাদেশের আরও একটি সিনেমায় দেখা যাবে তাকে।
অন্যদিকে ‘সুড়ঙ্গ’ দিয়ে প্রথমবার বড়পর্দায় এলেন আফরান নিশো। ‘পরান’ এরপর ‘সুড়ঙ্গ’ দিয়ে আবারও আলোচনা তৈরি করেন রায়হান রাফি। সিনেমাটি আলোচনার কারণ মূলত তারা দুজনই। এরসঙ্গে সিনেমাটির প্রচার কৌশল আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে ব্যবসার ক্ষেত্রে।
কারণ শাকিব খানের সিনেমার সঙ্গে সিনেমা মু্ক্তি দিয়ে ব্যবসা করা চারটিখানি কথা নয়। কয়েক বছর আগে পর্যন্ত ঈদের সিনেমা মানে শাকিব খান। একই ঈদে একাধিক সিনেমা মুক্তি পেত তার। সেই অবস্থার পরিবর্তনটাও ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক।
পরিচালক চয়নিকা চৌধুরী আবারও বড়পর্দায় ফিরলেন ‘প্রহেলিকা’ নিয়ে। আর সঙ্গে অনেকদিন পর নিয়ে এলেন মাহফুজ আহমেদকে। দীর্ঘদিন পর্দার বাইরে থেকে বড়পর্দা দিয়ে এমন কামব্যাক তার ভক্তদের জন্য ছিল নতুন চমক। এখানে জুটি বাঁধেন শবনম বুবলির সঙ্গে। সিনেমাটি ব্যবসায়িক জায়গা থেকে খুব একটা সফলতার মুখ না দেখলেও ছিল প্রশংসিত।
ঈদ ছাড়া যদিও এখন সিনেমা হিট হয় না বলা চলে। এরমধ্যে ‘১৯৭১: সেই সব দিন’ ভিন্ন এক উদাহরণ তৈরি করেছে। তার ওপর মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। সারা বছর সিনেমা নিয়ে নানান আলোচনার ভিড়ে ‘১৯৭১: সেই সব দিন’ নিজ গুণেই এগিয়ে গেছে।
ইনামুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছে হৃদি হক। আর এরমধ্য দিয়ে বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় হৃদির। অভিনয়ে ছিলেন তারিন জাহান, ফেরদৌস আহমেদ, সজল নূর, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক, মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
ঢাকাই সিনেমা ইন্ডস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট অনেকে আশার কথা বললেও অনেকেই বলছে ব্যর্থতার কথা। কারণ একটি সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকতে বছরের বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমার প্রয়োজন। তবে এমন অবস্থা সামনে তৈরি হয়ে যাবে বলেও আশা করা যাচ্ছে।
৭১৯ দিন আগে
'প্যারাসাইট' অভিনেতা লি সান-কিউন মারা গেছেন
অস্কারজয়ী চলচ্চিত্র 'প্যারাসাইটের' অভিনেতা লি সান-কিউন মারা গেছেন বলে বুধবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ।
জরুরি বিভাগ বলেছে, বুধবার সিউলের একটি পার্কে গাড়িতে লিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সিউলের একটি অজ্ঞাত স্থানে অচেতন অবস্থায় লিকে পাওয়া যায় বলে পুলিশ এর আগে জানায়।।
ইয়োনহাপ নিউজ এজেন্সিসহ দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সুইসাইড নোটের অনুরূপ একটি বার্তা লিখে লি বাড়ি ছেড়ে চলে গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানোর পর পুলিশ তাকে খুঁজছে।
অস্কারজয়ী চলচ্চিত্র 'প্যারাসাইটের' অভিনেতা লি সান-কিউনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
পুলিশ কর্মকর্তারা বুধবার সিউলের একটি অজ্ঞাত স্থানে অচেতন লিকে খুঁজে পান এমনটা জানালেও বিস্তারিত কিছু জানায়নি।
লি ‘প্যারাসাইট’ সিনেমায় তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত, যেখানে তিনি একটি ধনী পরিবারের প্রধানের চরিত্রে অভিনয় করেন। ২০২১ সালে তিনি সিনেমটিতে তার ভূমিকার জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কার পান।
গত বছর সাই-ফাই থ্রিলার 'ডক্টর ব্রেইনে' অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন।
তিনি জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কফি প্রিন্স (২০০৭)’ এ তার ভূমিকার জন্য সুপরিচিত হন এবং মেডিকেল ড্রামা ‘বিহাইন্ড দ্য হোয়াইট টাওয়ার’ এর মাধ্যমে মূলধারার জনপ্রিয়তা অর্জন করেন এরপর অভিনয় করেন ‘পাস্তা (২০১০)’ ও ‘মাই মিস্টার (২০১৮)’ এ।
আরও পড়ুন: বিনা কর্তনে দেশের ৪৮ প্রেক্ষাগৃহে 'অ্যানিমেল'
ক্ষমা চাইতে হবে না, শুধু ইতিহাসটা জেনে নিন: এ আর রহমানের উদ্দেশে কবীর সুমন
৭১৯ দিন আগে
শেখ মণিকে নিয়ে টেলিছবি ‘বিন্দু থেকে বৃত্তে’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের অন্যতম সদস্য শেখ ফজলুল হক মণি। মুজিব বাহিনীর প্রধান, দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শহীদ শেখ ফজলুল হক মণি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়।
এবারই প্রথম শেখ ফজলুল হক মণিকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ৫০ মিনিটের একটি টেলিছবি। এর নাম ‘বিন্দু থেকে বৃত্তে’। কবি ও গীতিকার সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে ও ফ্রেম ফ্যাক্টরির প্রযোজনায় নির্মিত এই টেলিছবির কাহিনি,গল্প ও চিত্রনাট্য করেছেন সহিদ রাহমান। এটি নির্মাণ করবেন শাহ নেওয়াজ রিপন।
শেখ ফজলুল হক মণির চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রওনক হাসান। আরও অভিনয় করবেন তানজিকা আমিন, ডলি জহুর, আরমান পারভেজ মুরাদ, পংকজ মজুমদার, নূর আলম নয়ন প্রমুখ। অচিরেই টেলিছবিটির শুটিং শুরু হবে। আগামী বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
৭২১ দিন আগে
ওটিটির পর্দায় ফ্রিতে ‘অন্তর্জাল’
দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফিতে 'অন্তর্জাল' এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে। ‘অন্তর্জাল’ বাংলাদেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্র। আগামী ২১ ডিসেম্বর টফিতে সিনেমাটি উন্মুক্ত করা হবে।
সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন।
সিনেমাটি সারা দেশের টফি ব্যবহারকারীদের বিজয় দিবসের বিশেষ উপহার। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াইয়ের গল্প দেখা যাবে 'অন্তর্জাল' সিনেমায়। যে লড়াইয়ে তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’
সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ।
এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন।
এই বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ প্রথম মুক্তি পায়।
টফি’র মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘টফিতে আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে বিজয় দিবসের ঠিক পরেই টফিতে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী, সকল বয়সের দর্শকেরা ‘অন্তর্জাল’ সিনেমাটি পছন্দ করবেন। আধুনিক প্রযুক্তিগত থিম ও স্মার্ট বাংলাদেশ নির্মানের রূপকল্পের সঙ্গেও এই সিনেমার গল্পটি প্রাসঙ্গিক।’
আরও পড়ুন: ৩ বছর পর দেশে শাবনূর, ‘মাতাল হাওয়ায়’ থাকছেন তিনি
৭২৬ দিন আগে
৩ বছর পর দেশে শাবনূর, ‘মাতাল হাওয়ায়’ থাকছেন তিনি
বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢালিউড ইন্ডাস্ট্রিও নায়ক নির্ভর। কিন্তু আশি ও নব্বই দশকের চিত্রটা ছিল অনেকটাই ভিন্ন। একসময় যেমন পোস্টারে শাবানার ছবি থাকলেই আর কিছু লাগতো না, তেমন অবস্থা তৈরি হয়েছিল নব্বইয়ের দশকেও। আর সেই সমীকরণের শীর্ষে যে নামটি রয়েছে তিনি হলেন চিত্রনায়িকা শাবনূর।
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় তিনিই ছিলেন প্রযোজকদের ‘টার্ম কার্ড’।
তবে আরেক বাস্তবতা হলো ঠিক সব নায়িকাদের মতো তিনিও ক্যারিয়ারের পরিণত সময়ে আড়ালে চলে গেছেন। ঘর বেঁধেছেন সুদূর অস্ট্রেলিয়ায়। এরপর তাকে বিভিন্ন মৌসুমে পাওয়া গেলেও ঠিক সুতোয় গাঁথতে পারেননি নিজের ক্যারিয়ারকে। তবুও শাবনূর এখনও এদেশের দর্শকের কাছে চিরসবুজ সেই নায়িকা।
শাবনূরের ভক্তদের জন্য সুখবর হলো আবারও বড়পর্দায় ফিরছেন এই ‘স্বপ্নের রাজকুমারি’। এমনটাই জানা গেল পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে। ‘মাতাল হাওয়া’ শিরোনামে এই সিনেমার গল্প মাহফুজ আহমেদের। আর চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।
আরও পড়ুন: নতুন বছরে সাইমনের ‘শেষ বাজি’
চয়নিকা চৌধুরী তার ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘তার সব সিনেমাই প্রায় আমার দেখা। তিনি ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে অবশ্যই অনেক বড় একটা জায়গায় বসে আছেন এখনও। তা বলার অপেক্ষা রাখে না। তিনি একজন ব্র্যান্ড তারকা। একজন সুপারস্টার নি:সন্দেহে।’
তিনি আরও লেখেন, ‘তিনি যে এত বড় তারকা পাশাপাশি এত বিনয়ী এটা ফিল করেছি যেইদিন অষ্ট্রেলিয়াতে তিনি প্রহেলিকা দেখে আমাকে কলই শুধু করেননি, একটা দারুণ লেখাও লিখেছিলেন তার নিজের প্রোফাইলে। মাহফুজ আহমেদ বলেছিলেন, অভিনয়ের পাশাপাশি তার ব্যবহারের কথা।
যতবার তার সঙ্গে দেখা হয়েছে, তার ব্যাবহার আচার-আচরণে মুগ্ধ হয়েছি। তার ব্যাবহার দেখে মনে হয়েছে আমি তার কত আপন! কত আগের চেনা। প্রতিটি মুহুর্তে ভালোবাসা, সম্মান পেয়েছি,পাচ্ছি। মানুষ যত বড় হয়, ততই বিনয়ী হয়। আসলেই ওল্ড ইজ গোল্ড’
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাবনূর। তার বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। ‘মাতাল হাওয়া’ নামে এ সিনেমাটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। গতকাল ছিল তার জন্মদিন। এদিন শাবনূরকে নিয়ে নতুন সিনেমায় অভিনয়ের কথা প্রকাশ করেন নির্মাতা। এরইমধ্যে শাবনূরের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসেছেন তিনি। রিডিং সেশনে অংশ নেন দু’জনে।
শাবনূর বলেন, ‘দেশের বাইরে থাকলেও মনটা দেশেই পড়ে ছিল। হঠাৎ এবার দেশে এসেছি। গতকাল নিজের জন্মদিনে আনন্দময় সময় কেটেছে। ভালো গল্প ও চরিত্র পাইনি বলে কোনো সিনেমায় অভিনয়ে মন সায় দেয়নি। ‘মাতাল হাওয়া’র গল্প অসাধারণ। চরিত্রটিও পছন্দ হয়েছে। বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। নিজেকে এখন প্রস্তুত করছি। একেবারে ফিট হয়েই পর্দায় আসতে চাই। সিনেমার কাজ করার মাধ্যমে নতুন-পুরোনো মানুষের সঙ্গে দেখা হবে। বিষয়টিই আনন্দের।’
গত ৩০ নভেম্বর ঢাকায় এসেছেন শাবনূর। তবে খবরটি এতোদিন কাউকে জানাতে চাননি। তিন বছর পর দেশে ফিরে বেশ ব্যস্ত সময় কাটছে তার।
আরও পড়ুন: একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
৭২৮ দিন আগে
নতুন বছরে সাইমনের ‘শেষ বাজি’
২০২৪ সালের শুরুতেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
‘শেষ বাজি’ শিরোনামে সিনেমাটির পোস্টার এরইমধ্যে প্রকাশ পেয়েছে। যেখানে নতুন এক লুকে দেখা যাচ্ছে সাইমনকে।
৩০ অক্টোবর সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া ‘শেষ বাজি’ মুক্তি পাবে ১৯ জানুয়ারি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’র কাহিনি।
সাইমন সাদিক সিনেমাটি নিয়ে ইউএনবিকে বলেন, ‘এখন তো সিনেমার গল্পের সময় বদলেছে। দর্শক পর্দায় ভিন্ন আভাস চায়। এই সিনেমার গল্পটিও তেমন। কাজটি যত্ন ও সময় নিয়ে করেছি। বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
রিকুয়্যাল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।
তিনি গণমাধ্যমে জানান, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আনন্দ নিয়ে সবাই হল থেকে বের হবেন।
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
৭২৯ দিন আগে
একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
চলতি বছর শাহরুখ খানের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটি এরইমধ্যে সবার জানা। ‘ডাঙ্কি’ দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। আর সিনেমাটি রবিবার (১৭ ডিসেম্বর) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। এখন শুধু অপেক্ষা ২২ ডিসেম্বরের।
পুরো বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শক দেখবে ‘ডাঙ্কি’। এমনটাই আভাস দিলেন ‘পাঠান’, ‘জাওয়ান, ‘অ্যানিমেল’ আমাদানি করা প্রতিষ্ঠানের অনন্য মামুন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা জানান তিনি।
২ ঘণ্টা ৪১ মিনিটের সিনেমা ‘ডাঙ্কি’র ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে। শাহরুখের অন্য সিনেমার চেয়ে ‘ডাঙ্কি’ নিয়ে আগ্রহের মূল কারণ পরিচালক রাজকুমার হিরানি। বলিউডের এই মাস্টারপিস ডিরেক্টরের ছোঁয়ায় নতুন এক শাহরুখকে দেখা যাবে বলে বিশ্বাস ভক্তদের।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
৭২৯ দিন আগে
রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক- সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। যেন সব জল্পনা, কল্পনা, গুঞ্জনের অবসান হলো। এবার রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।
বাংলা চলচ্চিত্রে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দুই বাংলার চলচ্চিত্রের কলাবোরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হলো, এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বড় পর্দার দুটি সিনেমা।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিকেল ৫টায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানেই ঘোষণা দেওয়া হয় ‘তুফান’-এর। আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পাবে সিনেমাটি। গত ৯ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর। যেই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
পরিচালক রায়হান রাফী সিনেমাটা নিয়ে বলেন, ‘আমি খুবই এক্সসাইটেড। কারণ একসঙ্গে আলফা, এসভিএফ ও চরকি- তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতোয় গেঁথে দুইটা সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান তার সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয় তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।'
শাকিব খান নিজেও বেশ আনন্দিত কাজটির সঙ্গে যুক্ত হয়ে। তিনি বলেন, ‘আমি সব সময় বলেছি, বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। তিনটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান যখন এক হয় তখন সম্ভাবনাটা আরও বড় হয়। বাকিটা সিনেমাপ্রেমীরাই ঠিক করে নেবেন।’
এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘আমরা বাংলা সিনেমায় একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। কারণ এসভিএফ, আলফা-আই, চরকি ও মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে এমন একটি প্রযোজনা সামনে আনতে যাচ্ছি; যা গল্প বলার স্কেলকে পুনরায় সংজ্ঞায়িত করবে। এই কলাবরেশন বাংলা চলচ্চিত্রকে অভূতপূর্ব বৈশ্বিক উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত। যা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসভিএফ বাংলাদেশে কান্ট্রি হেড সাকিব আর খান, চরকি ও আলফা-আইয়ের কর্মকর্তাসহ সাংবাদিকরা।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
৭৩৫ দিন আগে