অন্যান্য
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: সঙ্গীতের সেরা পুরস্কার বিজয়ীরা
গত ২ ফেব্রুয়ারি মহা আড়ম্বরে পর্দা নামল সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব, গ্র্যামি অ্যাওয়ার্ডস। বিশ্বনন্দিত সঙ্গীতজ্ঞদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরিনা। হু সমাদৃত বার্ষিক এই উৎসবের ৬৭তম আসরে মোট ৯৪টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে সঙ্গীতশিল্পীদের। চলুন, গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫ আসরের গুরুত্বপূর্ণ কিছু বিভাগে মনোয়নপ্রাপ্ত ও বিজয়ীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ কিছু বিভাগে মনোয়নপ্রাপ্ত ও বিজয়ীদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০২৫-এর গ্র্যামির আসরে মুকুটধারী সঙ্গীত তারকারা
আনুষ্ঠানিকভাবে মনোয়ন প্রকাশের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বিয়ন্সে। কেননা এবার মোট ১১টি ক্যাটাগরিতে নাম আসে ইতোমধ্যে ৩২টি গ্র্যামি পুরস্কার জেতা এই তারকার। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গ্র্যামি মনোয়নপ্রাপ্ত নারী সঙ্গীতশিল্পী।
কিন্তু বহুল কাঙ্ক্ষিত পর্ব শুরুর পর পুরো দৃশ্যপট পাল্টে যায়। সবাইকে হতবাক করে দিয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতে নেন ৭ ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্ত র্যাপ সঙ্গীতশিল্পী কেন্ড্রিক লামার। তার ‘নট লাইক আস’ শিরোনামের একটি গানই মোট ৫টি পুরস্কারের খেতাব পেয়ে যান। এগুলো ছিল- ‘বর্ষসেরা রেকর্ড’, ‘বর্ষসেরা গান’, ‘সেরা র্যাপ গান’, ‘বেস্ট র্যাপ পারফর্মেন্স’ এবং ‘বেস্ট মিউজিক ভিডিও’।
বিয়ন্সে ছাড়াও এই বিভাগগুলোতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য বিটল্স ব্যান্ড, বিলি আইলিশ, টেইলর সুইফ্ট, লেডি গাগা, ব্রুনো মার্স, ও এমিনেমের মতো শিল্পীরা।
আরো পড়ুন: ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ পণ্ড
তালিকার দ্বিতীয় অবস্থানটি ছিল আরও বিস্ময়কর! প্রথমবারের মতো গ্র্যামির চারটি বিভাগে মনোনয়ন পেয়ে সবগুলোই জিতে নেন সিয়েরা ফেরেল। তার ৪র্থ অ্যালবাম ‘ট্রেইল অফ ফ্লাওয়ার্স’ ‘বেস্ট আমেরিকানা অ্যালবাম’ হিসেবে ভূষিত হয়। অ্যালবামটির ‘অ্যামেরিকান ড্রিমিং’ গানটি ‘বেস্ট আমেরিকান রুট্স সং’ এবং ‘বেস্ট আমেরিকানা পারফর্ম্যান্স’ হিসেবে পুরস্কৃত হয়। একই অ্যালবামের ‘লাইটহাউজ’ শিরোনামের গানটি ঘোষিত হয় ‘বেস্ট আমেরিকান রুটস পারফর্ম্যান্স’ ক্যাটাগরিতে।
বিয়ন্সের দখলে মনোনয়নের তুলনায় পুরস্কারের সংখ্যা ছিল অনেক কম; মাত্র ৩টি। কিন্তু এই স্বল্পতা ইতোমধ্যে তার অর্জিত সর্বোচ্চ সংখ্যক গ্র্যামি পুরস্কার রেকর্ডের এতটুকু হেরফের করেনি। বরং ৩৫টি গ্র্যামি ট্রফি নিয়ে তিনি এখনও নারী ও পুরুষ উভয় সঙ্গীতশিল্পীদের তালিকার শীর্ষে রয়েছেন।
তার ৮ম অ্যালবাম ‘কাউবয় কার্টার’ ২০২৫-এর সেরা অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। ইতোপূর্বে সর্বাধিক পুরস্কারের রেকর্ডধারী হলেও কখনোই ‘বর্ষসেরা অ্যালবাম’-এ নাম আসেনি বিয়ন্সের। এই সফলতা এবারই প্রথম।
‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ও জিতেন। এছাড়া মাইলি সাইরাসের সঙ্গে ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানটির জন্য তিনি ‘বেস্ট কান্ট্রি ডুয়ো/গ্রুপ পারফর্মেন্সের খেতাব পান।
আরো পড়ুন: এবার বিয়ের খবর দিলেন পড়শী
ইংলিশ সঙ্গীত শিল্পী চার্লি এক্সসিএক্স-এর এবারই ছিল প্রথম গ্র্যামি যাত্রা। আর এই অভিষেকেই তিনি ৮টি মনোনয়ন থেকে ৩টি পুরস্কার দখল করে নেন। তার ৬ষ্ঠ অ্যালবাম ‘ব্র্যাট’ তাকে ‘বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম’ এবং ‘বেস্ট রেকর্ডিং প্যাকেজ’ জিতিয়ে দেয়। অ্যালবামটির ‘ভন ডাচ’ গানটির জন্য তিনি ‘বেস্ট ড্যান্স পপ রেকর্ডিংয়ের পুরস্কারে ভূষিত হন।
৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে তিনটিই জিতে নেন সেন্ট ভিন্সেন্ট। তার ৭ম অ্যালবাম ‘অল বর্ন স্ক্রিমিং’ ‘বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবামের’ জন্য নির্বাচিত হন। অ্যালবামটির ‘ব্রোকেন ম্যান’ গানটি ‘সেরা রক গান’ এবং ‘ফ্লি’ গানটি ‘বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কৃত হন।
ছয়টি মনোনয়নের দুইটিতে বিজয়ী হন চলচ্চিত্রের পরিচিত মুখ সাবরিনা কার্পেন্টার। তার ৬ষ্ঠ অ্যালবাম ‘শর্ট অ্যান্ড সুইট’ ‘বেস্ট পপ ভোকাল অ্যালবামের’ পুরস্কার পায়। অ্যালবামের ‘এস্প্রেসো’ গানটি ‘বেস্ট পপ সলো পারফর্মেনেসর’ খেতাব লাভ করেন।
অ্যামেরিকান গস্পেল সঙ্গীতশিল্পী সিসি উইন্যান্স তিনটি মনোনয়নের মধ্যে জয় পান দুইটিতে। তার ‘দ্যাটস মাই কিং’ গানটি ‘বেস্ট কন্টেম্পরারি খ্রিশ্চিয়ান মিউজিক পারফর্ম্যান্স/সং’-এর খেতাব পান। আর তার ‘মোর দেন দিস’ অ্যালবামটি পুরস্কার পায় ‘বেস্ট গস্পেল অ্যালবাম’ ক্যাটাগরিতে। এতে তার অর্জিত মোট গ্র্যামি পুরস্কার সংখ্যা দাড়ায় ১৭। সেই সঙ্গে সর্বাধিক নারী গ্র্যামি জয়ীদের তালিকায় জনপ্রিয় বৃটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেলকে পেছনে ফেলে তিনি পঞ্চম স্থানে চলে আসেন।
আরো পড়ুন: সাইফ আলি খানের ওপর হামলাকারী বাংলাদেশি: মহারাষ্ট্র পুলিশ
সবচেয়ে বেশি মনোনয়নের দিক থেকে বিয়ন্সের পরেই চার্লি এক্সসিএক্স-এর সঙ্গে যুগ্মভাবে ছিলেন র্যাপার পোস্ট ম্যালোন। ৮টি মনোনয়নের কোনোটিই তিনি ঘরে তুলতে পারেননি। একইভাবে বিলি আইলিশকেও ৭টি বিভাগের মনোনয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
একই দশা জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফ্টেরও। ৬টিতে মনোনয়ন পেলেও সবগুলোই তার হাতছাড়া হয়েছে। এগুলোর মধ্যে ‘বর্ষসেরা অ্যালবামের’ জন্য লড়েছিল তার ১১-তম অ্যালবাম ‘দ্যা টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’। গ্র্যামির ইতিহাসে ‘বছরের সেরা অ্যালবাম’ বিভাগে এ নিয়ে তিনি ৭বার মনোনীত হলেন, যেখানে পূর্বে তিনি চারবার জিতেছিলেন। এর মাধ্যমে তিনি গ্র্যামির একই ক্যাটাগরিতে সর্বাধিক মনোনয়ন পাওয়া নারী সঙ্গীতশিল্পী হওয়ার রেকর্ড করলেন।
এবারের তালিকায় অভূতপূর্ব এক সংযোজন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্মিত গান ‘ন্যাউ অ্যান্ড দেন’। এর জন্য ‘বেস্ট রক পারফর্মেন্স’ পুরস্কার জিতে বিখ্যাত ব্যান্ড দল বিটলস।
অন্যান্য শিল্পী যারা মনোনয়নের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রয়েছে চার্লি এক্সসিএক্সসহ আটজন।
কলাম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা এবারের আসরে ‘বেস্ট ল্যাটিন পপ অ্যালবাম’ পুরস্কার লাভ করেন। এর নেপথ্যে ছিল ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ শিরোনামের তার ১২-তম অ্যালবাম। এ নিয়ে তার ৪র্থ বারের মতো গ্র্যামি জয়।
আরো পড়ুন: গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন
এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার গ্র্যামি বিজয়ীরা হলেন-
‘বেস্ট র্যাপ অ্যালবাম’- দোয়েচির ‘অ্যালিগেটর বাইটস নেভার হিল’
‘বেস্ট রক অ্যালবাম’- দ্য রোলিং স্টোন্সে হ্যাকনি ডায়মন্ডস
‘সেরা নতুন সঙ্গীতশিল্পী’- ‘চ্যাপেল রোয়ান’
‘বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফর্ম্যান্স’- লেডি গাগা ও ব্রুনো মার্স-এ ‘ডাই উইথ এ স্মাইল’
আরো পড়ুন: ইউটিউবে প্রকাশিত হলো তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’
পরিশিষ্ট
২০২৫-এর গ্র্যামি অ্যাওয়ার্ড-এ সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন র্যাপার কেন্ড্রিক লামার। সর্বাধিক মনোনয়নের মাধ্যমে সবার নজর কাড়লেও জয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে ছিলেন বিয়ন্সে। সেখানে গ্র্যামিতে প্রথম উপস্থিতিতেই মনোনয়নের সবকটি বিভাগ জিতে বাজিমাত করে দিয়েছেন সিয়েরা ফেরেল। বছর সেরা অ্যালবামের ৭বার গ্র্যামি মনোনয়ন নিয়ে একমাত্র নারী সঙ্গীতশিল্পীর রেকর্ডে পৌঁছলেন টেইলর সুইফ্ট। বিশ্বের ১ম এআই গান বিটল্সের ‘ন্যাউ অ্যান্ড দেন’ ছিল এ আসরের অন্যতম আকর্ষণ। সর্বসাকূল্যে, জমকালো আয়োজনে পুরো উদযাপনটি প্রতিফলিত করেছে সঙ্গীত শিল্পের পরিবর্তনের ধারাকে।
৩১৩ দিন আগে
গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন
শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে 'আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাককব' গান গাইতে গিয়ে মঞ্চে অুসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানটির এক বছরের দীর্ঘ বিরতির পরে মঞ্চ পবিরেবশনায় ফিরে এসেছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সংগীতশিল্পী দিথি আনোয়ার বলেন, কিংবদন্তি এই সংগীতশিল্পী তার পরিবেশনা চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মঞ্চেই পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।
দিথি জানান, হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে দুয়েকদিনের মধ্যেই বাসায় ফিরবেন এই জনপ্রিয় গায়িকা।
শুক্রবারের অনুষ্ঠানটিতে কিংবদন্তি গায়িকা দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে ফিরে এসেছিলেন। কারণ তিনি সিঙ্গাপুরে তার নিয়মিত চিকিত্সার কারণে এক বছর ধরে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। দৈনিক প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই শিল্পী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হয়েছে, এরপর চার মাসে ৩০ সেশন রেডিওথেরাপি দিতে হয়েছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে বেশ কয়েকটি স্টেজ শো করেছেন তিনি। এরপর তাকে আর মঞ্চে পারফর্ম করার জন্য পাওয়া যায়নি।
আয়োজকরা জানান, শনিবারও একই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার, এরপর চট্টগ্রামে আরেকটি শো হওয়ার কথা ছিল।
৩১৭ দিন আগে
এবার বিয়ের খবর দিলেন পড়শী
এবার বিয়ের খবর দিলেন সঙ্গীত তারকা ও অভিনেত্রী সাবরিনা এহসান পড়শী। রবিবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।’
‘আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে,’ যোগ করেন তিনি।
পড়শী বলেন, ‘গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
আরও পড়ুন: অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
‘সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন,’ যোগ করেন এই সঙ্গীত তারকা।
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। গানে তার ব্যস্ততা বেড়েছে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী।
৩৩৭ দিন আগে
ইউটিউবে প্রকাশিত হলো তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’
ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান সে কথা নির্দ্বিধায় বলা যায়। মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও আলো ছড়ালেন তিনি। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।
সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়েও মুগ্ধতা ছড়িয়েছেন। তারই রেশ মিলল সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীতে এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে।
এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ব্যয়বহুল গানচিত্রটি। প্রকাশের পর থেকেই সেটি দর্শক-শ্রোতা মহলে মুগ্ধতা ছড়িয়ে চলেছে।
প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, “প্রতি বছরই কাজের পরিকল্পনা করি। যদিও গত বছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।”
গানটি নিয়ে এই গীতিকার-সুরকার ও শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এত এত গান লেখা হয়েছে, এত ভালো ভালো গীতিকার গান লিখেছেন, এ কারণে আমি ভেবেছি প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়! এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা ও সুর করা।’
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
এ সময় সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস (দুঃখ) ততদিন থাকবে। এই গানটাও স্যাড-রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’
‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনো গান প্রযোজনা করল। তাই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।
এ বিষয়ে অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম।’
তিনি বলেন, ‘ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতার ওপর। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ইউটিউবে গানটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।
৩৪২ দিন আগে
এবার বাসভবনে নিরাপত্তা বাড়াচ্ছেন সালমান খান
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মী বলিউড সুপারস্টার সালমানের বাসভবন গ্যালাক্সির বাইরে নতুন করে সিসিটিভি ক্যামেরা সংযোগ দিচ্ছেন। এর পাশাপাশি আনা হচ্ছে ভবনটির অবকাঠামোগত কিছু পরিবর্তন। বিশেষ করে আরও জোরদার করা হচ্ছে জানালার কাঁচ এবং বারান্দার কাঠামো।
গত বছর এপ্রিলে গ্যালাক্সির বাইরে লরেন্স বিষ্ণু গ্যাং সালমান খানকে লক্ষ্য করে গুলি চালায়। এ হামলার পর ফেসবুক পোস্টে লরেন্সের ভাই আনমল বিষ্ণু জানান, তিনিই সালমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে সুপারস্টার সালমানকে।-খবর ইন্টারনেটের
এ নিয়ে বেশ কয়েকবার জীবননাশের হুমকি পেয়েছেন সালমান। গত অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর জনসমক্ষে আসা কমিয়েছেন তিনি। তাকে যখনই কোনো অনুষ্ঠানে দেখা গেছে, সঙ্গে ভারী অস্ত্রসহ দেহরক্ষীদের বিশাল বহর ছিল।
আরও পড়ুন: '৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে': সালমান খানকে হুমকি
যদিও এত হুমকি ধামকির মধ্যেও পেশাগত জীবন থেকে দূরে সরেননি সুপারস্টার। সম্প্রতি রোহিত শেঠির সিংহাম এগেইন এবং বেবি জন সিনেমায় বিশেষ দৃশ্যের শুটিং শেষ করেছেন। এছাড়া ঈদ সামনে রেখে কাজ করছেন সিকান্দার ছবিতে।
ইতোমধ্যে সিকান্দার ছবির ট্রিজার প্রকাশ পেয়েছে। সেখানে সালমান একটি সংলাপে বলেছেন, ‘শুনেছি বহু মানুষ আমার পিছে লেগে আছে। এখন শুধু ঘুরে দাঁড়ানো বাকি।’ ভক্তরা সালমানের এই সংলাপকে বিষ্ণু গ্যাংয়ের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
৩৪৩ দিন আগে
অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
শুক্রবার বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের বিয়ের গুঞ্জন চলে জোরেশোরে। অবেশেষে আজ (রবিবার) নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে, বিয়ের গুঞ্জন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তবে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করলেও বিস্তারিত আর কিছু জানানতি তিনি। পরে আজ একটি সংবাদমাধ্যমকে রোজা আহমেদের সঙ্গে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আরও পড়ুন: সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
এদিকে, রবিবার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৩৪৪ দিন আগে
সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
গতরাত থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব। অনেক গণমাধ্যমেও বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের খবর প্রকাশিত হয়েছে।
তাহসান-রোজার বিয়ের খবর ভাইরাল হওয়ার পর থেকে এই যুগলকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিনোদন অঙ্গনের শিল্পীদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।
তবে গণমাধ্যমে তাহসান বলেছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।
এ বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৩৪৫ দিন আগে
সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
বছর শুরু হতেই নতুন খবরে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। যদিও তাহসান বলছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন।পরে নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত।পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি। পাশাপাশি বড় ও ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
৩৪৫ দিন আগে
স্কুইড গেম সিজন-২: জনপ্রিয় যেসব চরিত্র
একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত কোরিয়ান ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নেটফ্লিক্সে একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পায় ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি।
হোয়াং ডুং-হিয়কের পরিচালনায় খেলাকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিটি চরিত্রের সুখ-দুঃখ, হতাশা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিপূর্ণ জটিল মনস্তত্ত্ব। প্রথম কিস্তির মতো এবারেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। চলুন, সেগুলোর মধ্য থেকে সর্বাধিক জনপ্রিয় ৮টি চরিত্রের নানা দিক সম্বন্ধে পর্যালোচনা করা যাক।
স্কুইড গেম সিজন ২-এর শীর্ষ ৮টি চরিত্র
.
সংগি-হন: প্লেয়ার ৪৫৬| লি ঝুং-জে
বিজয়ী হিসেবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি সং গি-হন তিন বছরেরও বেশি সময় ধরে খুঁজে চলেছে বেনামী ‘রিক্রুটার’কে। উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে অমানবিক স্কুইড গেমকে ধ্বংস করা। দ্বিতীয় সিজনে তার এক বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক রূপান্তর দেখা গেছে। আর তা হচ্ছে- এক সময়ের ঋণগ্রস্ত জুয়ারি থেকে পাল্টে গিয়ে আবেগপ্রবণ ও নৈতিক দ্বন্দ্বে জর্জরিত ব্যক্তির আগমন। ইল-নাম (প্লেয়ার ০০১)’কে রক্ষা করা থেকে শুরু করে পুরো সিস্টেমের বিরুদ্ধে তার একাকী ভূমিকা প্রধান চরিত্র হিসেবে ন্যায্যতা পেয়েছে। কোমলতা ও অটল সংকল্পের নিবিষ্ট মেলবন্ধনের চিত্রায়নের জন্য থ্রিলারপ্রেমিরা আলাদাভাবে মনে রাখবেন লি ঝুং-জে’কে।
আরো পড়ুন: কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
কিম ঝুন-হি: প্লেয়ার ২২২| ঝো ইউ-রি
পেছনের গল্পটা না জানা গেলেও গর্ভবতী অবস্থায় টুর্নামেন্টে অংশ নেওয়া কিম ঝুন-হি বেশ শক্তিশালী একটি চরিত্র। সহ প্রতিযোগী লি মাইয়ং-গি’র পাশে দাঁড়ানোর বিষয়টি তার নৈতিক অবস্থানকে বিশেষায়িত করে। এছাড়াও কিম ইয়ং-মি’র ভাগ্য নির্ধারণের দৃশ্যগুলোতে কিম ঝুন-হি’র বাস্তববাদী চিন্তা চরিত্রটিতে নতুন পর্যায় যোগ করে। তার শান্ত আচরণ এবং পক্ষপাতহীনতা তাকে স্বতন্ত্রতার পাশাপাশি দিয়েছে মর্যাদা। গল্পে অন্যান্য প্রতিযোগীদের মতো পর্দার বাইরে থেকে দর্শকরাও তার এই স্বকীয়তাকে গভীরভাবে অনুভব করেছে।
ছো হিয়ন-জু: প্লেয়ার ১২০| পার্ক সং-হুন
অস্ত্রপোচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের খরচ যোগাতে খেলায় অংশ নেয় ট্রান্সজেন্ডার ছো হিয়ন-জু। তার অংশগ্রহণের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তার মতো জীবনধারণ করা মানুষগুলোকে অনুপ্রাণিত করা। তার এই মহানুভব দিকটি প্রকাশিত হয় প্রতিযোগিতার ‘গ্লাস ব্রিজ’ নামের শ্বাসরুদ্ধকর পর্বটিতে। যখন তার স্বীকারোক্তিতে উঠে আসে যে, সে শুধু নিজের জন্য এখানে আসেনি। তার আবেগঘন মুহূর্তগুলো গেমের নিষ্ঠুরতা ও বিশৃঙ্খলার মাঝে এক চিলতে মানবিক পরশ হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে তার সাহসিকতা তাকে করে তুলেছে সিজনের সবচেয়ে প্রভাবশালী।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
ঝাং জিয়ম-ঝা: প্লেয়ার ১৪৯| খাং এ-শিম
ছেলে ইয়ং-সিককে ঋণের বোঝা থেকে মুক্ত করতে মা ঝাং জিয়ম-ঝায়ের প্রবেশ ঘটে এই প্রাণঘাতী খেলায়। কিন্তু টুর্নামেন্টে প্রবেশের পর তার ছেলেকেও সে একজন প্রতিযোগী রূপে দেখতে পায়। সবচেয়ে মর্মান্তিক রেড লাইট গ্রিন লাইট রাউন্ডে তার আকস্মিক ধাক্কা ও অনুশোচনা সত্ত্বেও সে অদম্য স্পৃহা নিয়ে সামনে অগ্রসর হয়। হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রজ্জ্বলন ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা লেপন করেছে এই চরিত্রের ওপর। কুসংস্কারাচ্ছন্নতা ও ছো হিয়ন-জুয়ের সঙ্গে তার বন্ধুত্ব চিহ্নিত করেছে তার বৈশিষ্ট্যের চড়াই-উৎড়াইগুলোকে। সব মিলিয়ে ঝাং জিয়ম-ঝা একাই পুরো নির্দয় উপাখ্যানকে টেনে নিয়ে গেছেন ফ্যামিলি ড্রামার রজ্জুতে বেঁধে।
৩৪৯ দিন আগে
কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
সদ্য মুক্তিপ্রাপ্ত সিজন ২- এর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো সাড়া জাগানো কোরিয়ান সিরিজ স্কুইড গেমের সিজন ৩- এর ঘোষণা। অবশ্য দ্বিতীয় কিস্তির ইতি যেভাবে টানা হয়েছে তাতে আরও যে একটি নতুন সিজন আসতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এবার আসন্ন সেই কিস্তির মধ্যে দিয়েই শেষ হতে যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। চলুন, বিগত সিজনগুলোর পটভূমিতে নতুন সিজনের ব্যাপারে ভক্তদের উৎকণ্ঠা এবং সেই কাঙ্ক্ষিত স্কুইড গেম তৃতীয় সিজন মুক্তির দিনক্ষণটি জেনে নেওয়া যাক।
স্কুইড গেম বৃত্তান্ত
শিশুদের খেলা দিয়ে হলেও ভয়ঙ্কর প্রাণঘাতী ফলাফল সমন্বিত একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই ডিস্টোপিয়ান সিরিজ। প্রাণের ভয় থাকার পরেও ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন জেতার লোভে গেমে অংশ নেয় ৪৫৬ জন তরুণ-তরুণী। এই প্রতিযোগিদের মধ্যকার আবেগ ও উৎকণ্ঠার সন্নিবেশে সার্ভাইভাল সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডুং-হিয়ক। তার সঙ্গে যৌথভাবে সিরিজটির নির্বাহী প্রযোজনায় ছিলেন কিম ঝি-ইয়ান, যিনি সিজন-২ তে সরাসরি প্রযোজনায় সম্পৃক্ত হয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লি ঝুং-জে এবং গুরুত্বপূর্ণ চরিত্র দ্যা ফ্রন্ট ম্যানের ভূমিকায় আছেন লি বিয়ং-হান।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
এক নজরে বিগত দুই সিজন
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়া প্রথম সিজনে দর্শকরা পরিচিত হন স্কুইড গেমের সঙ্গে। প্রতিযোগিতায় মূল চরিত্র সং গি-হানের জয়লাভের মধ্য দিয়ে শেষের দিকে আবির্ভাব ঘটে গেমের নেপথ্যে থাকা রহস্যময় দ্যা ফ্রন্ট ম্যানের। তারপর তিন বছরের দীর্ঘ বিরতির পর গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে সিজন-২। এ অংশে বিজয়ী গি-হান পুনরায় অংশ নেয় গেমে। কিন্তু এবার জিততে নয়, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকে পুরো গেমকে ধ্বংস করা।
সিজন ৩ নিয়ে ভক্তদের উত্তেজনা
দ্বিতীয় কিস্তির সিজন ফিন্যালের পরিণতিসহ পোস্ট-ক্রেডিট সিনটি দর্শকদের নতুন সিজন দেখার আগ্রহকে অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় খেলার রেড লাইট-গ্রীন লাইট পর্বের সেই স্কুল ইউনিফর্ম পরিহিত ভয়ঙ্কর রোবট কিশোরীকে। নির্মাতা হোয়াং নিজেও নতুন সিজনের সম্ভাব্য গন্তব্যের ব্যাপারে বলতে যেয়ে এই ক্লিপটি ভালভাবে দেখার ইঙ্গিত দিয়েছেন। পরিচালকের বিবৃতির অনুসারে, তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে আবির্ভূত হবে গি-হান চরিত্রটি। এই ঘোষণা ভক্তদের কৌতূহলে রীতিমত অগ্নুৎপাত ঘটিয়েছে। সকলের চিন্তা ভাবনা এখন গি-হানের পরিবর্তন নিয়ে। কাছের সব বন্ধুদের হারানো এবং একের পর এক ব্যর্থতার মুখোমুখি হওয়া গি-হানের আবির্ভাবটা কেমন হতে যাচ্ছে! তার পরের পদক্ষেপ কী হবে? তার ভেতর কি অন্য কোনও রূপ লুকিয়ে আছে? দ্যা ফ্রন্ট ম্যানের প্রতি তার প্রতিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে? এরকম প্রশ্ন উত্তেজনার খোরাক যোগাচ্ছে কোরিয়ান থ্রিলারপ্রেমিদের মধ্যে।
আরো পড়ুন: ‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
কবে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’ সিজন ৩
দ্বিতীয়টি সম্প্রচারের আগেই রিনিউ করা হয়েছিলো তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। হোয়াংয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট তারিখটি না থাকলেও বলা হয়েছে যে, ২০২৫ সালের সামার বা ফলে প্রিমিয়ারের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সিজনের।
শেষাংশ
নির্মাতা হোয়াংয়ের বিবৃতি অনুসারে আশা করা যাচ্ছে, ২০২৫ সালের জুন পরবর্তী সময়ের মধ্যে মুক্তি পেতে পারে স্কুইড গেম সিজন ৩। দ্বিতীয় কিস্তির রূদ্ধঃশ্বাস পরিণতিতে সমূহ উত্তেজনার জোয়ারে ভাসছে ভক্তরা। আসন্ন মৌসুমে তাই সং গি-হানের নতুন রূপটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কোরিয়ান সিরিজপ্রেমিরা। এই পরিপ্রেক্ষিত নিশ্চিত করছে যে, আগের সিজন দুটোর সাফল্যের ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকবে।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
৩৫১ দিন আগে