অন্যান্য
বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
সম্প্রতি টলিউডে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। এরপর ডিরেক্টরস গিল্ড থেকে তাকে নিষিধ্ধ করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই এবার বলিউডে বলিউডে আলোচনায় এসেছে যৌন হয়রানি।
বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক তরুণী।
সামাজিক মাধ্যম থেকে শরদের সঙ্গে তার পরিচয়। এরপর অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে বাড়িতে ডাকেন অভিনেতা।
৩২ বছর বয়সি ওই তরুণী জানান, তার সঙ্গে শরদের আলাপ হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ কিছু দিন কথাবার্তার পর শরদ নতুন ছবি নিয়ে কথা বলার জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান তরুণীকে।
তিনি জানান, গত ২৬ নভেম্বর শরদের দেওয়া ঠিকানায় পৌঁছে যান। কিন্তু গিয়ে বুঝতে পারেন, সেটি আসলে শরদের অফিস নয়, বাড়ি! তরুণীর দাবি, দরজা খুলতেই শরদের গলা ভেসে আসে। তিনি পরিচারককে নির্দেশ দেন, তরুণীকে শোয়ার ঘরে পৌঁছে দিতে।
সেখানে যাওয়ার পর আপত্তিকর স্পর্শ করেন শরদ। সেখান থেকে কোনোরকমে বেরিয়ে আসেন ওই তরুণী। তবে সন্ধ্যায় শরদ আবার তাকে অশ্লীল বার্তা পাঠান।
এরপর ২৭ নভেম্বর মুম্বাইয়ের খার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, শরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪, ৭৫ ও ৭৯ অনুযায়ী এফআইআর দায়ের হয়েছে।
তরুণী বলেন, বলিউডে পরিচিত নাম শরদ কাপুর। ‘জোশ’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’, ‘দস্তক’ এর মতো ছবিতে তাকে দেখেছেন তিনি। এছাড়া একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। এ কারণেই শরদকে উপেক্ষা করতে পারেননি তিনি।
সূত্র: ভারতীয় গণমাধ্যম
৩৭৯ দিন আগে
ম্যাজিকাল নাইট ২.০ আতিফ আসলাম: অব্যবস্থাপনায় বিপর্যস্ত এক সঙ্গীতানুষ্ঠান
শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর শুক্রবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামকে নিয়ে বহুল প্রত্যাশিত কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’ অনুষ্ঠিত হয়েছে।
আতিফ আসলাম ছাড়াও পাকিস্তানের হালের জনপ্রিয় গায়ক আবদুল হান্নান, বাংলাদেশের হার্টথ্রব তাহসান, কাকতাল ব্যান্ড এবং বাংলাদেশের ইডিএম ও ডিজে জুটি অ্যাপেরুসকে নিয়ে করা এই আয়োজন থেকে মনোমুগ্ধকর অভিজ্ঞতার আশা করলেও আশাহত হয়েছে দর্শক।
বাংলাদেশি ব্যান্ড কাকতালের পারফরম্যান্সের মাধ্যমে কনসার্ট শুরু হয়। তাদের ‘রক্ত গরম মাথা ঠান্ডা’সহ আরও কয়েকটি গান হতে না হতেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।
সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানিয়ে আবদুল হান্নান বলেন, ‘আপনাদের এমন সাড়ায় আমি অভিভূত। আমার কনসার্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জমায়েত।’
তার জনপ্রিয় গান ‘ইরাদে’র পাশাপাশি এ বছরের কোক স্টুডিও পাকিস্তানে হ্যারি স্টাইলের ‘অ্যাজ ইট ওয়াজ’ ও জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাভিশের সঙ্গে গাওয়া ‘ও ইয়ারা’ গানটি পরিবেশন করেন তিনি।
সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ‘এখোনো’ গান দিয়ে পারফরম্যান্স শুরু করেন তাহসান। এরপর তার বেশ কয়েকটি গান দর্শকদের উপহার দেন এই গায়ক।
রাত পৌনে ৯টার দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তবে পারফরম্যান্স শুরু করার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাকে থামতে হয়। তবে যান্ত্রিক ত্রুটি বিশ্বব্যাপী জনপ্রিয় এই শিল্পীর উচ্ছ্বাস থামাতে পারেনি। প্রায় তিন ঘণ্টা ধরে দর্শকদের ওপর সূরের জাদু প্রয়োগ করতে থাকেন তিনি।
‘দিল দিয়া গল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘পেহলি নাজার মে’, ‘তেরে লিয়ে’, ‘জিনা জিনা’, ‘ও লামহে’, ‘তাজদার-এ-হারাম’, ‘কুছ ইস তারাহ’, ‘আওগে জাব তুম মেরে সাজনা’, ‘কুন ফায়া কুন’, ‘পেহলা নাশা’, ‘এক পেয়ার কা নাগমা’, ‘মেরে পিয়া ঘর আয়া’ ও ‘দুরি’সহ একের পর এক জনপ্রিয় বলিউড, হিন্দি ও উর্দু গান পরিবেশন করে ভক্তদের একটি স্মরণীয় রাত উপহার দেন তিনি।
উপস্থিত ভক্তদের অভিবাদন জানিয়ে এ সময় আতিফ বলেন, ‘বাংলাদেশকে সবসময় আমার দ্বিতীয় বাড়ি মনে হয়।’
৩৮০ দিন আগে
কোন নাটকের মাধ্যমে নির্দেশনায় ইতি টানছেন অঞ্জন দত্ত
শিল্প জগতে পা রেখেছিলেন অভিনেতা হতে। তবে কপালের রেখা খানিকটা পাল্টে দিয়েছেন ভাগ্যদেবতা। অভিনেতা তিনি হয়েছেন, তবে তার চেয়ে বেশি হয়েছেন সংগীতশিল্পী তারপরও দাপিয়ে বেড়িয়েছেন সিনেমা ও মঞ্চ নাটকের জগতে। তিনি ভারতীয় অভিনেতা, নির্দেশক, পরিচালক ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত।
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তিনি আর একটি নাটকে নির্দেশনা দেবেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা হতে থাকে ইন্ডাস্ট্রিতে।
জীবনের শেষ নাটকের জন্য অঞ্জন উইলিয়াম শেক্সপিয়রের শরণাপন্ন হয়েছেন। ব্রিটিশ নাট্যকারের ‘কিং লিয়র’কে সমকালীন প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করেছেন অঞ্জন। নাম দিয়েছেন ‘আরও একটা লিয়র’।
কিং লিয়রের প্রযোজনা করছেন তিনি নিজেই। নাটকে অন্ধকার একটি জগৎকে তুলে ধরেছেন তিনি।
কিং লিয়রের মেয়েদের চরিত্রে রয়েছেন যথাক্রমে সুদীপা বসু, কমলিকা বন্দ্যোপাধ্যায় ও পর্ণা বন্দ্যোপাধ্যায়। গ্লস্টারের চরিত্রে লোকনাথ দে এবং কেন্টের চরিত্রে সুপ্রভাত দাস। এডমন্ডের চরিত্রে রয়েছেন শুভ্রসৌরভ দাস।
অঞ্জন শুরু থেকেই থিয়েটারে অভিনয়ের ক্ষেত্রে শরীরী ভাষা এবং বয়স অনুযায়ী চরিত্র নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন।
৭১ বছর বয়সি অভিনেতা জানান, এরপর তিনি আর নাটকে অভিনয় করতে পারবেন না।
ভারতীয় গণমাধ্যমকে অঞ্জন বলেন, ‘এক সময় বাদল সরকার আমাকে তৈরি করেছিলেন। গ্যালিলিও যখন করেছি, তখন আমি মধ্য-পঞ্চাশে। কিন্তু এ বার রিহার্সাল করতে গিয়ে বুঝেছি, এরপর আর মঞ্চে অভিনয় করতে পারব না।’
কিন্তু শেষ নাটক হিসেবে ‘কিং লিয়র’কেই বেছে নেওয়া প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘ব্রেখ্ট ও রবীন্দ্রনাথের নাটক করেছি। কিন্তু, এখনও পর্যন্ত শেক্সপিয়র করিনি। আর কিং লিয়রের কোনো বিকল্প নেই।’
এ নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত।
বাঙালি নাট্যপ্রেমীদের কাছে কিং লিয়র হিসেবে এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় উজ্জ্বল। সেখানে কোনো রকম তুলনায় যেতে রাজি নন এ নির্দেশক ও অভিনেতা।
তিনি বলেন, ‘আগেই বলেছি, আমার নাটকটাই আলাদা। আমার লিয়র তো বদ্ধ উন্মাদ এবং বদমায়েশ এক চরিত্র। তাই তুলনা করার অবকাশ কম। তবুও দর্শক যদি তুলনা করেন, সেটা তাদের বিষয়।’
অঞ্জন জানান, আগামী কয়েক মাসে ‘আরও একটা লিয়র’-এর বেশ কয়েকটি শো মঞ্চস্থ হবে।
সম্প্রতি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন স্মরণে চালচিত্র এখন সিনেমা পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। সেখানে তিনি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয়ও করেছেন।
সমালোচক মহলে ব্যাপক প্রসংশিত হয়েছে তার এ সিনেমা। এছাড়াও রঞ্জনা আমি আসব না, দত্ত ভার্সেস দত্ত, দ্য বং কানেকশন সহ আরও কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন।
সূত্র: ভারতীয় গণমাধ্যম
৩৮৪ দিন আগে
কিশোর কুমারকে চেনেন না আলিয়া ভাট!
নিজস্ব সংস্কৃতি বা শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার ওপর গুরুত্ব দেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
তার পিতামহ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সম্মানে একটি জাতীয় চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা ঘোষণা করেন তিনি। সেখানেই এ কথা বলেন।
গোয়ার ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) চলাকালে রাজ কাপূরের ১০০তম জন্মদিন উপলক্ষে এ ঘোষণা দেন রণবীর। আগামী ১৪ ডিসেম্বর তার জন্মদিন উদযাপন করা হবে।
গোয়ার কালা একাডেমি মিলনায়তনে বক্তব্য রাখতে গিয়ে, রণবীর জানান, রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালটি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা ভারত জুড়ে অনুষ্ঠিত হবে। সেখানে রাজ কাপুরের ১০টি আইকনিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এসব ছবি পুনঃরুদ্ধারের কাজ ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এনএফডিসি), জাতীয় চলচ্চিত্র আর্কাইভস অব ইন্ডিয়া (এনএফএআই), ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং রাজ কাপুরের ভাইপো কুণাল কাপুরের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে।
রণবীর কাপূর চলচ্চিত্রের কিংবদন্তিদের উদযাপনের গুরুত্ব নিয়ে ভাবনা ব্যক্ত করেন, বলেন, ‘আমাদের শেকড়কে মনে রাখা জরুরি—শুধু রাজ কাপূর নয়, আরও অনেক চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পী রয়েছেন, যারা ভারতীয় সিনেমায় অমোচনীয় ছাপ রেখে গেছেন।’
তিনি আইএফএফআইকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মকে রাজ কাপুরের অমর কাজগুলো খুঁজে বের করার উৎসাহ দেওয়ায় কৃতজ্ঞতা জানান।
শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়ে তার পয়েন্টটি জোরালো করতে, রণবীর তার স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের একটি অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘যখন আমি প্রথম আলিয়াকে দেখি, তখন সে কিশোর কুমারকে চিনত না, এটা শুধু জীবনের চক্র। মানুষ ভুলে যায়, আর নতুন শিল্পীরা জায়গা করে নেয়।’
রাজ কাপুরের জীবন নিয়ে একটি বায়োপিক তৈরির স্বপ্নের কথা উল্লেখ করেন রণবীর।
তিনি বলেন, ‘একটি বায়োপিক শুধু কারো সাফল্য উদযাপন করা নয়, বরং তাদের সংগ্রাম, সম্পর্ক ও পতনের বিষয়টিও সঠিকভাবে তুলে ধরা।’
রণবীর কাপুর বলেন, ‘আমি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, কিন্তু এটি একটি কঠিন প্রকল্প। তবে সেসব বিষয় তুলে ধরতে আমার পরিবার রাজি হবে কি না- সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
পেশাগত দৃষ্টিকোণ থেকে, রণবীর কাপুর তাদের আসন্ন সিনেমা 'লাভ অ্যান্ড ওয়ার'-এর জন্য সঞ্জয় লীলা বানসালির সঙ্গে পুনরায় কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, ‘১৭ বছর পর তার সঙ্গে কাজ করা একই রকম অনুভূতি। সিনেমার প্রতি তার উদ্দীপনা অদ্বিতীয়।’
তিনি আরও কিছু বৈচিত্র্যময় প্রকল্পে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে রয়েছে 'অ্যানিমাল পার্ক' এবং নিতেশ তিওয়ারির 'রামায়ণ', যেখানে তিনি শ্রী রামের ভূমিকায় অভিনয় করবেন।
৩৮৫ দিন আগে
রিয়াদে ভক্তদের ভিড় দেখে ‘মুগ্ধ’ জেমস
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের বিপুল জনসমাগমে মুগ্ধ হয়ে গিয়েছেন নগরবাউল জেমস। প্রথমবার সৌদিতে পারফর্ম করলেও তিনি বলেছেন, পরবর্তীতে রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের বাইরে থেকেও ডাক পেলে বারবার তিনি সৌদি যেতে চান।
কনসার্টে অংশ নেওয়ার পরে জেমস বলেন, ‘আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে।’
‘রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, রিয়াদে আমি বারবার ফিরে আসব। তাদের (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।’
শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে পারফর্ম করেন জেমস। এটি তার প্রথম সৌদি সফর ছিল।
আয়োজকরা বলেন, জেমসের আসার খবরে অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে যায়। এমনকি পার্কের বাইরেও বাইরে লক্ষাধিক মানুষ ভীড় করেন।
সৌদি গণমাধ্যম মন্ত্রণালয়, আয়োজক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জেমস বলেন, ‘গ্লোবার হারমনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
পরবর্তীতে যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আসবেন এই প্রশ্ন করা হলে জেমস বলেন, ‘এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসব।’
সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয় আয়োজিত এবারের ‘রিয়াদ সিজন’-এ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ৯টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।
৩৮৭ দিন আগে
সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাটক উৎসব শুরু
সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাটক উৎসব-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করা হয়।
‘হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে’ প্রতিপাদ্যে নিয়ে এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পথনাটক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শেরগুল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ থাই মিস্ত্রি রিপন মিয়া।
সাংস্কৃতিক পর্বে ‘গণজাগরণের গান’ পরিবেশন করে সিলেটের ‘রংধনু ব্যান্ড’। ‘সব মনে রাখা হবে’ (আবৃত্তি) পরিবেশনায় ‘সত্য শব্দ সংগঠন’, নাটক ‘বাউলের কথা’ পরিবেশনায় ছিল ‘বন্ধন থিয়েটার’ এবং নাটক ‘শিক্ষা’ পরিবেশন করে ‘একতা নাট্য সংস্থা’।
২২ নভেম্বরের পরিবেশনা
নাটক ‘কাউয়া সমাচার’ পরিবেশন করবে ‘কথাকলি থিয়েটার’; ‘জাগো’ নাটক পরিবেশনায় থাকবে ‘থিয়েটার একুশ’ এবং ‘কথাকলি থিয়েটার’ সংগীত পরিবেশন করবে।
২৩ নভেম্বরের পরিবেশনা
আবৃত্তি (নিমন্ত্রণ) পরিবেশন করবে আবৃত্তি দল ‘জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ’; সংগীত পরিবেশনায় থাকবে ‘নগরনাট সিলেট’; নাটক ‘খেলাঘর’ পরিবেশন করবে ‘থিয়েটার মুরারিচাঁদ’ সিলেট এবং নগরনাট সিলেটের পরিবেশনায় দ্বি-দলীয় পালা অথবা পিঁয়াজ ও জুতার বাড়ি খাওয়ার গল্প পরিবেশিত হবে।
৩৮৯ দিন আগে
মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রবিবার দর্শন’
এই রবিবারও বিশেষ দিন ছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য। তার বাড়ি জলসা থেকে বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।
গতকাল (রবিবার) মুম্বাইয়ের নিজের বাংলোর বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
প্রতি রবিবার, শত শত ভক্ত অমিতাভ বচ্চনের বাসভবনের বাইরে জড়ো হন মেগাস্টারকে এক ঝলক দেখার জন্য। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে 'শোলে' তারকা ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অমিতাভ বচ্চনের 'ভেট্টাইয়ান' ছবিটি। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন বিগ বি। আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
এই বছরের জুনে 'কাল্কি ২৮৯৮ এডি' নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে। নাগ আশ্বিন পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমাটি হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থের প্রেরণায় তৈরি এবং এটি ২৮৯৮ সালের পটভূমিতে সেট করা হয়। সিনেমাটিতে কমল হাসান, প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানিসহ আরও অনেক অভিনেতা ছিলেন।
৩৯২ দিন আগে
'বাজিগর ২' নিয়ে আলোচনায় শাহরুখ খান
ফের আলোচনায় ১৯৯৩ সালের বলিউড সিনেমা ‘বাজিগর’ ও সুপারস্টার শাহরুখ খান।
রোমান্টিক থ্রিলার ধাঁচের এ সিনেমার সিক্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এ খবর।
প্রযোজক রতন জৈন সম্প্রতি ‘ইটাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘বাজিগর ২’ নির্মাণের সম্ভাবনার ইঙ্গিত দেন।
জৈন জানান, শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। তবে সুপারস্টার শাহরুখ পুনরায় সেই ভূমিকায় অভিনয় করতে রাজি হলে, তবেই প্রকল্পটি এগোবে।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি: সন্দেহভাজন আটক
সিক্যুয়ালটির জন্য একটি পরিকল্পনা এরই মধ্যে এগিয়েছে বলে জানান প্রযোজক।
এটি যে পুরোনো সিনেমার সিক্যুয়াল, সেটি যেন নিশ্চিত হয়, সেভাবেই স্ক্রিপ্ট তৈরি ও নতুন দিকনির্দেশনায় জোর দেন তিনি।
জৈন বলেন, ‘আমরা শাহরুখের সঙ্গে বাজিগর-২ নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। তবে এখনও খুব বেশি কিছু ঘটেনি। নিশ্চয়ই তৈরি করা হবে।’
চিত্রনাট্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। জৈন তার মৌলিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আকর্ষণীয় কাহিনী, দুর্দান্ত অভিনয় এবং স্মরণীয় সাউন্ডট্র্যাকের জন্য প্রশংসিত হয়েছিল সেটি।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত 'বাজিগর' শাহরুখ খানকে তারকাখ্যাতি এনে দেয়। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, শিল্পা শেঠি, রাখী, সিদ্ধার্থ রায়, দলীপ তাহিল এবং জনি লিভার।
মুভিটির রহস্যময় আখ্যান এবং অভিনেতাদের দ্যুতিময় অভিনয় এটিকে তাত্ক্ষণিক ক্লাসিক করে তুলে।
সম্প্রতি বাজিগর সিনেমার ৩১তম বার্ষিকী উদযাপন করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি
৩৯৪ দিন আগে
মোস্তফা সরয়ার ফারুকীর সেরা কাজগুলো: চলচ্চিত্র, ধারাবাহিক ও নাটক
২১ শতকে যে নির্মাতার হাত ধরে বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্রাঙ্গনে ভিন্ন ধারার অবতারণা হয়েছে তিনি হলেন মোস্তফা সরয়ার ফারুকী। ছকে বাধা লিখিত চিত্রনাট্যের বাইরে থেকে গল্পকে নাট্যরূপ দেওয়ার ধারা শুরু হয়েছে তার মাধ্যমে। চিরাচরিত প্রথাকে পাশ কাটিয়ে জীবনের অনেক সমসাময়িক প্রেক্ষাপটকে অনবদ্যভাবে উপস্থাপন করেছেন এই শক্তিমান নির্মাতা। আলোচনার পাশাপাশি সমালোচনা থাকলেও এই নতুনত্বকে সাদরে গ্রহণ করেছে সর্বস্তরের দর্শক। শুধু তাই নয়, শুরু থেকেই তার কাজগুলো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়ে এসেছে। চলুন, মেধাবী এই পরিচালকের সেরা কিছু সিনেমা এবং নাটকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোস্তফা সরয়ার ফারুকীর সেরা ১০টি কাজ
.
ব্যাচেলর / ২০০৪
কমেডি ও রোমান্টিক ঘরানার এই ছবিটি নির্মাণের মধ্য দিয়ে সিনেমা পরিচালনা শুরু করেন ফারুকী। মূল কাহিনী লিখেছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক। নানা আঙ্গিকে হাস্যরসের মধ্য দিয়ে এখানে প্রকাশ পেয়েছিলো তদানীন্তন তরুণ প্রজন্মের জীবনধারণের কথা। তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছিল কয়েকজন বিভিন্ন বয়সের ব্যাচেলর বন্ধুকে। এদের নিত্যদিনের জীবনাচরণ, প্রেম, ও আবেগ নিয়ে এগোতে থাকে চলচ্চিত্রের গল্প।
এখানে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি, ফেরদৌস আহমেদ, শাবনূর, ও আহমেদ রুবেলের মতো তারকারা। ‘ব্যাচেলর’-এর মাধ্যমে ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছে অপি করিম, জয়া আহসান, আরমান পারভেজ মুরাদ, সুমাইয়া শিমু, মৌটুসি বিশ্বাস, হাসান মাসুদ, এবং মারজুক রাসেলের মতো তারকাদেরও।
আরো পড়ুন: ভূতের গল্পে পর্দায় আসছেন সত্যম, সন্দীপ্তা ও সুহত্র
চলচ্চিত্রটির অর্জনের মধ্যে রয়েছে নিউ জার্সি ইন্ডিপেন্ডেন্ট সাউথ এশিয়ান সিনে ফেস্ট, মুম্বাইয়ের থার্ড আই আইএফএফ, এবং ইতালির এশিয়াটিকা ফিল্মমিডিয়ালে অফিসিয়াল সিলেকশন।
মেড ইন বাংলাদেশ / ২০০৬
ফারুকী এই রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবিটি বানিয়েছিলেন আনিসুল হকের ‘জিম্মি’ উপন্যাস অবলম্বনে। পুরো ছবিটি মূলত রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে এক বেকার তরুণের দীর্ঘ দিনের সুপ্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।
খোরশেদ নামের এই বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। তারকা নির্ভর এই সিনেমায় আরও ছিলেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, শ্রাবস্তী দত্ত তিন্নি, তানিয়া আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু এবং রেদওয়ান রনি।
ছবিটি ২০০৮ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর জুরি বোর্ডে স্পেশাল মেনশন পেয়েছিল।
আরো পড়ুন: সুজিত সরকারের সঙ্গে অভিষেক বচ্চনের নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক'
ক্যারাম- ১ ও ২ / ২০০৬
দুই পর্বের এই টেলিফিল্মটির স্ক্রিপ্ট লিখেছিলেন ফারুকী এবং কচি খন্দকার।
আঙ্গুলে সমস্যা থাকা শফিকুলের ক্যারাম খেলা নিয়ে বেজায় বিড়ম্বনা। এ জন্য পাড়ায় প্রায় তাকে হাসির পাত্র হতে হয়। তাকে চ্যালেঞ্জ দেওয়া হয় যে, সে যদি তপনকে ক্যারাম খেলায় হারাতে পারে, তাহলে তাকে নিয়ে আর কেউ হাসি-ঠাট্টা করবে না।
এমনি মজার গল্প নিয়ে ফারুকী পরিচালনা করেছিলেন টেলিফিল্মটি, আর এর মাধ্যমে সর্বপ্রথম লাইমলাইটে আসেন অভিনেতা মোশাররফ করিম।
এতে তার সহ অভিনয়শিল্পীরা ছিলেন নুসরাত ইমরোজ (তিশা), রিফাত চৌধুরী, কচি খন্দকার, বাপ্পি আশরাফ, ও ইশতিয়াক আহমেদ রুমেল।
আরো পড়ুন: মার্চে মুক্তি পাচ্ছে সি শঙ্করন নায়ারকে নিয়ে নির্মিত অক্ষয় ও করণ জোহরের ছবি
৪২০ / ২০০৭-২০০৮
ছোট পর্দায় ফারুকীর মাস্টারপিস হচ্ছে এই পলিটিক্যাল কমেডি সিরিজটি। ধারাবাহিক নাটকটিতে ছোট্ট পরিসরে হাস্যরসের নেপথ্যে দেখানো হয়েছে বাংলদেশের রাজনীতিবিদদের উত্থান-পতন। নাটকের গল্পে দেখা যায় চুরি করে গ্রাম থেকে পালিয়ে শহরে আসা দুই ভাই ঘটনাক্রমে জড়িয়ে পড়ে রাজনীতিতে। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে ক্রমশ তারা এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু তাদের আভিজাত্য বেশি দিন স্থায়ী হয় না।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। এছাড়াও গোটা ধারাবাহিক জুড়ে ছিলেন তিশা, সোহেল খান, মারজুক রাসেল, রিফাত চৌধুরী, কচি খন্দকার, এবং সিদ্দিকুর রহমান।
সিক্সটি নাইন / ২০০৮-২০০৯
রচয়িতা আনিসুল হক এবং নির্মাতা ফারুকীর সমন্বয়ে নির্মিত জনপ্রিয় মেগাসিরিজগুলোর একটি এই ফ্যামিলি ড্রামা। এটি বাবা-মা এবং ছয় সন্তান বিশিষ্ট এক পরিবারের গল্প। নিজস্ব অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকার পরেও, একসঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তারা কখনোই একত্রিত হতে পারে না।
এখানে শ্রেষ্ঠাংশে ছিলেন তিশা, শহীদুজ্জামান সেলিম, হাসান মাসুদ, জয়া আহসান, শ্রাবন্তী দত্ত তিন্নি, ফজলুর রহমান বাবু, আহমেদ রুবেল, মারজুক রাসেল, এবং রিফাত চৌধুরী।
আরো পড়ুন: অস্কারে যাচ্ছে লাপাতা লেডিস
৩৯৬ দিন আগে
শাহরুখ খানকে হত্যার হুমকি: সন্দেহভাজন আটক
বলিউড নায়ক শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।
মঙ্গলবার ভারতের ছত্তিশগড় থেকে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।
গত সপ্তাহে, মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে কেউ শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিল। হুমকিদাতা ৫০ লাখ রুপি দাবি করে। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে এবং আরও তদন্তের জন্য রায়পুরে একটি দল পাঠায়।
সন্দেহভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।
সম্প্রতি বলিউড তারকা সালমান খানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার কাছ থেকে ৫ কোটি রুপি দাবি করা হয়েছিল।
এঘটনার পর গত ২৪ অক্টোবর মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছিল।
মুম্বাই ট্রাফিক পুলিশ হুমকি বার্তা পাওয়ার পর পুলিশ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে।দীর্ঘ সময় ধরে দুই অভিনেতা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। সালমান খানকে বিশেষভাবে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি
এর আগে এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ভূমিকা ছিল।
ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিকি ১২ অক্টোবর তার ছেলের বান্দ্রার অফিস থেকে বের হওয়ার সময় একাধিক গুলিবিদ্ধ হন। জাতীয় কংগ্রেস পার্টির নেতা ও সাবেক মন্ত্রী এই হামলার পর হাসপাতালে মারা যান। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে।
বাবা সিদ্দিকির মৃত্যু এবং সালমান ও শাহরুখ খানের মতো তারকাদের হত্যার হুমকি ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
৩৯৮ দিন আগে