এদিকে দ্রুত মাঠ ছাড়লেও মুশফিকুর রহিমের ইনজুরির ব্যাপারে বিস্তারিত জানায়নি টিম ম্যানেজম্যান্ট। তবে টন্টন থেকে পাওয়া সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ডানহাতি ব্যাটনম্যান মুশফিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Mushfiqur Rahim walks off the Taunton nets after being hit on his right hand. pic.twitter.com/EWnVnt7m5o
— Mohammad Isam (@Isam84) June 15, 2019
অপরদিকে মুশফিকুর রহিমের পর স্থানীয় এক নেট বোলার আহত হয়েছেন। বাংলাদেশ দলের প্রস্তুতি সহায়তাকারী ওই বোলার নেট অনুশীলনে সাঈফউদ্দিনকে বল করছিলেন। কিন্তু সাইফের ব্যাট থেকে একটি বল দ্রুতগতিতে তার মাথায় আগাত হানে।
নেট বোলারের আঘাতে আবারও মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও তিহান। সর্বশেষ পাওয়া খবর অনুসারে ওই নেট বোলার আর কোনো বল করেননি এবং তিনিও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রসঙ্গত, আর একদিন পর টন্টনে আগামী ১৭ জুন ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে জয়ের আশা জিঁইয়ে রাখতে এ ম্যাচে জেতার বিকল্প নেই টাইগারদের।