কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফিরে আসার ব্যাপারে আশাবাদী এই পেসার। তবে আইপিএলে সুযোগ না পাওয়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।
আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ ভারতের টি-টোয়েন্টি ইভেন্ট আইপিএলের ড্রাফটে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই পেসারকে। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার নাম প্রত্যাহার করে নেয়। ফলে তৃতীয়বারের মতো আইপিএলের সুযোগ হাতছাড়া হয়ে যায় তার।
তাসকিন বলেন, 'ক্রিকেটার হিসেবে আমি সবসময় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাই। আসন্ন আসরসহ আমি তিনবার আইপিএলের সুযোগ হারালাম।’
কাঁধের ইনজুরির কারণে সদ্য সমাপ্ত নিউ জিল্যান্ড সিরিজেও খেলার সুযোগ হাতছাড়া হয়েছে তাসকিনের।
তিনি বলেন, ‘আমি যদি এই সফরে থাকতাম তবে আমি এটি উপভোগ করতাম। নিউ জিল্যান্ডে বোলিং করা সবসময়ই দারুণ। আমি যদি থাকতাম তাহলে বাংলাদেশের সাফল্য প্রত্যক্ষ করতাম। বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। এটি আমাদের দল ও সবার গর্ব।’
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পরিস্থিতি অনুযায়ী নিউ জিল্যান্ডে বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। এই সফরে বাংলাদেশ একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি জিতেছে, যা নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে ম্যাচ জয়ের প্রথম উদাহরণ।
তিনি পুরো শক্তি দিয়ে বোলিং শুরু করেছেন এবং বিপিএল দিয়ে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে এমনটিই জানান ডানহাতি এই পেসার।
তিনি বলেন, 'আমি এখন অনেক ভালো বোধ করছি এবং বোলিং শুরু করেছি। বিপিএলের আগে আমাদের এখনও দুই সপ্তাহ বাকি রয়েছে, তাই আমি বিশ্বাস করি আমি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারব।’
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে হারের মধ্য দিয়ে ২০২৩ সাল শেষ করল বাংলাদেশ