আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসের দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেরদের প্রস্তুত করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার বিকালে বসুন্ধরা কিংস মাঠে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ফুটবলাররা।
বসুন্ধরা কিংস মাঠে ৪ ও ৭ সেপ্টেম্বর ফিফা টিয়ার-১ এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান দল ২৬ আগস্ট ঢাকায় আসবে।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চাপে বাংলাদেশ পুরুষ দল
বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী দিনের অনুশীলন পরিদর্শন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এম ইমরুল হাসান।
একই ভেন্যুতে বুধবার বিকালে অনুশীলন সেশনও করবে বাংলাদেশ দল।
এর আগে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জাভিয়ের ক্যাব্রেরা আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য ৩২ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড বেছে নিয়েছেন। এতে শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার দীপক রায় এবং আজমপুর ফুটবল ক্লাবের ফরোয়ার্ড সারওয়ার জামান নিপুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সৌদির আল হিলালে যাচ্ছেন নেইমার
কিন্তু বধুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর খেলোয়াড়রা এএফসি কাপ ফুটবলে ব্যস্ত থাকায় অনুশীলনে যোগ দেননি।
গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ঈসা ফয়সাল ও আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ রিদয়, মোহাম্মদ সোহেল রানা, আবু সাইদ, মজুবুর রহমান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।
আরও পড়ুন: আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া