প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) ছয় মাস খেলার পর মঙ্গলবার আল হিলালে পাড়ি দেন নেইমার। তিনিই সর্বশেষ সুপার স্টার যিনি সৌদি প্রো লিগ থেকে বেতনের সঙ্গে বেশ কিছু সুযোগ-সুবিধার প্রস্তাব পেয়েছেন।
ক্লাব দুটি ৯০ মিলিয়ন ইউরোর (৯৮ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে চুক্তি করেছে।
সৌদি আরবের চারটি ক্লাব পাবলিক ফান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে জাতীয়করণ করা ক্লাব রয়েছে। এর মধ্যে একটি আল হিলাল। ১৮ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে আল হিলালের ঝুলিতে। ক্লাবটির মোট সম্পদ প্রায় ৭০০ বিলিয়ন ডলার।
৩১ বছর বয়সী নেইমার এই ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি সই করেছেন। তার বার্ষিক বেতন প্রায় ১০০ মিলিয়ন ডলার।
আল নাসরের হয়ে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেতনের প্রায় অর্ধেক হবে। তিনি জানুয়ারিতে রোনালদোর সেখানে যাওয়ার পরপরই করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ ও জর্ডান হেন্ডারসন যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে।
নেইমার বলেন, 'আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি এবং দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমার সবসময় লক্ষ্য ছিল বৈশ্বিক খেলোয়াড় হওয়া এবং নতুন নতুন জায়গায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। আমি ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস গড়তেই সৌদিতে যাচ্ছি এবং সৌদি প্রো লিগে এখন অনেক শক্তিশালী এবং অনেক দারুণ খেলোয়াড় সেখানে খেলছে।'
পিএসজি এক বিবৃতিতে নেইমারের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট নাসের আল-খেলাফি তাকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন’ বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
আল-খেলাইফি বলেন, ' তিনি যেদিন প্যারিস সেন্ট জারমেইনতে এসেছিলেন, সেদিনের কথা আমি কোনো দিন ভুলব না। গত ছয় বছরে তিনি আমাদের ক্লাবে যে অবদান রেখেছেন তা আমি কখনো ভুলব না। ‘আমরা দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি এবং নেইমার সবসময় আমাদের ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবেন।’
উল্লেখ্য, বাসেলোনা থেকে পিএসজিতে ফেরার পর সবচেয়ে আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি তিনি। তিনি পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরোর চু্ক্তিতে এসেছিলেন।এখন পর্যন্ত ফুটবলে দল বদলের ক্ষেত্রে বিশ্বরেকর্ড হয়ে আছে।
জানা গেছে, নেইমার বার্সেলোনায় যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় আর্থিক প্যাকেজ বহন করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমারকে দলে নিতে ইউরোপের অন্য কোনো শীর্ষ ক্লাব ইচ্ছুকও ছিল না।
সৌদি ক্লাবটিতে নেইমার সতীর্থ হিসেবে পাবেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম, পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেস এবং সেনেগালের ডিফেন্ডার কালিদু কৌলিবালি।
এর আগে ম্যালকম ও নেভেসকে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে নিয়েছিল সৌদি ক্লাবটি। উলভারহ্যাম্পটন থেকে ম্যালকম ও নেভেসকে যথাক্রমে ৬০ মিলিয়ন ইউরো (৫৬ মিলিয়ন ডলার) এবং ৫৫ মিলিয়ন ইউরোর (৬০ মিলিয়ন ডলার) চুক্তিতে নিয়েছিল ক্লাবটি।
আরও পড়ুন: নেইমারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্রাজিলের মডেল কন্যা