আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এরই মধ্যে টাইগাররা দুটি জয় নিজেদের দখলে নিয়েছে। তাই আজকের ম্যাচে তাদের লক্ষ্য থাকবে ‘হোয়াইট ওয়াশের’।
লেগ স্পিনার রিশাদ আহমেদ এই ম্যাচে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন। ২০ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম-শ্রেণির ক্রিকেটে চিত্তাকর্ষক পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম একাদশে মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হন তিনি।
মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে এবং শরীফুল ইসলামকে প্রথম একাদশে এনে আরেকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ
আয়ারল্যান্ড একাদশ
মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট