ব্যাটিং
ঢাকা টেস্ট: প্রথম দিনে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ
সোমবার ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথমে ব্যাটিং নিয়ে দিনের প্রথমার্ধে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
লাঞ্চের আগে মাহমুদুল হাসান জয় ১৬ রানে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৬০।
মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তসহ তিনটি উইকেট নেন ডানহাতি পেসার উইয়ান মুল্ডার।
এই ম্যাচে শক্ত ভিত গড়তে ব্যর্থ হন সাদমান ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে উইয়ান মুল্ডারের বলে আউট হন তিনি।
আরও পড়ুন: মিরপুরে সাকিব-ভক্তদের সঙ্গে বিরোধীদের পাল্টাপাল্টি ধাওয়া
মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর উইকেটও নেন ডানহাতি পেসার। তারা সবাই ম্যাচের প্রথম আধ ঘণ্টার মধ্যেই পড়ে যান।
মাত্র ২১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। দলকে গাইড করা ও ইনিংস গড়ার দায়িত্ব ছিল মুশফিকুর রহিমের। কিন্তু কাগিসো রাবাদার চমৎকার এক বলে ১১ রান করে আউট হন তিনি।
এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজও ছাপ রাখতে পারেননি। কেশব মহারাজের বলে আউট হন মেহেদি।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টে যে একাদশ মাঠে নেমেছিলম সেখানে তিনটি পরিবর্তন করেছে। সাকিব আল হাসান, জাকির হাসান ও খালেদ আহমেদের পরিবর্তে মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক ও নাঈম হাসানকে অন্তর্ভুক্ত করেছে।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজর সিমন্সের
২ মাস আগে
বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন।
তাই সোমবার (৮ জানুয়ারি) তামিম ইকবালকে মিরপুরের ইনডোর ফ্যাসিলিটিতে অনুশীলন করতে দেখা গেছে।
তামিম ইকবাল শেষ ব্যাটিং করেছেন প্রায় তিন মাস হয়ে গেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
তার ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে এশিয়া কাপ, বিশ্বকাপ ও টাইগারদের হয়ে আরও বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিতি ছিলেন। যা তার জন্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ তৈরি করেছে।
এরই মধ্যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এটি জাতীয় দল থেকে তার দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।
গত বছর (২০২৩ সালে) ফিটনেস সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়া তামিম প্রথমে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
আরও পড়ুন: হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এরপর ফিরে এলেও টাইগারদের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলেছেন তামিম।
ফিটনেস জনিত কারণ দেখিয়ে বিশ্বকাপের সময় নির্বাচকরা তাকে বাদ দিয়েছিলেন।
বিশ্বকাপের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তামিম বলেন, তিনি ইনজুরির সঙ্গে লড়াই করছেন, কিন্তু নির্বাচকরা যতটা গুরুতর বলে মনে করছেন, ততটা গুরুতর নয়।
তিনি বিশ্বকাপে খেলার জন্য তার প্রস্তুতির কথা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সুযোগটি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: ‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার কাজের সঙ্গে ছোটভাই তামিমের চলমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই’
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আসন্ন আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে ফরচুন বরিশালের প্রতিনিধিত্ব করবেন তামিম।
দুইটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরিসহ প্রায় তিন হাজার রান নিয়ে বিপিএলের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম।
আরও পড়ুন: আইসিসির আচরণবিধি ভাঙায় তামিমকে জরিমানা
১১ মাস আগে
ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিলেট টেস্টের লাইনআপ ধরে রেখে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে ১৫০ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
তাইজুল ইসলামও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং ম্যাচে ১০ উইকেট নেন।
আরও পড়ুন: সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
এই ম্যাচের জন্য নি উজিল্যান্ড ইশ সোধিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মিচেল স্যান্টনারকে একাদশে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম
নিউ জিল্যান্ড একাদশ
টম লাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কােইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া।
১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হলো ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫টি বিশ্বকাপ জিতেছে এবং ভারত এখন পর্যন্ত দু'বার জয়ের স্বাদ পেয়েছে।
ভারত এই বিশ্বকাপে ১০টি ম্যাচের সবকটি জিতে ফাইনালে উঠেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং অবস্থায় শুরু করলেও পরে তা কাটিয়ে উঠে বর্তমান অবস্থায় এসেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ. আফ্রিকার সংগ্রহ ২১২ রান
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজি
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ রবিবার (২৯ অক্টোবর) লাখনৌতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
এদিকে ভারত এখন পর্যন্ত প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্বাগতিকরা।
এ ছাড়া নেট রান রেটে ছয় ম্যাচ শেষে পয়েন্টের দিক থেকে দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে তারা।
এদিকে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডস শনিবার সন্ধ্যায় বাংলাদেশকে পরাজিত করায় ২০১৯ সালের চ্যাম্পিয়নরা আবারও শেষ স্থানে চলে যায়।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
পাঁচ ম্যাচে মাত্র একটি জয়ে দুই পয়েন্ট পেয়েছে তারা। যা ১৯৯৯ সালের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে খারাপ রান।
১৯৯২ সালে অস্ট্রেলিয়া একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা বিশ্বকাপে চারটি (বা তার বেশি) ম্যাচ হেরেছে।
ইংল্যান্ড কেবল বাংলাদেশকে হারিয়েছে এবং রান রেটে এখনও তাদের চেয়ে পিছিয়ে রয়েছে। নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা।
বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও ভারতের হয়ে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে এক সপ্তাহ আগে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়জন ব্যাটসম্যান ও পাঁচজন বোলারের সমন্বয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
এদিকে ভারত ও ইংল্যান্ড উভয়ই আগের ম্যাচের তুলনায় অপরিবর্তিত দল মাঠে নামিয়েছে।
এ ছাড়া রবিবার লাখনৌর আবহাওয়া শুষ্ক ও গরম। যার কারণে ব্র্যাভ স্টেডিয়ামে ধীর ও টার্নিং উইকেট প্রত্যাশিত।
এটি ব্যাটসম্যানদের সহায়তা করবে কিন্তু ম্যাচের অগ্রগতির সঙ্গে সঙ্গে স্পিনকে প্রাধান্য দিয়ে খেলতে হবে।
তবে সন্ধ্যায় শিশির দলকে সহায়তা করতে পারে। তবে পেসাররাও এই ভেন্যুতে আলোর নিচে বোলিং উপভোগ করেছেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিংয়ের শুরুতেই ৩ উইকেটের পতন বাংলাদেশের
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিংয়ের শুরুতেই ৩ উইকেটের পতন বাংলাদেশের
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে টানা চার পরাজয়ের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে বোলিং করতে নেমে নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামিয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
এদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া নেদারল্যান্ডস দ্রুত দুই উইকেট হারায়।
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম প্রথম তিন ওভারে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
তবে এরপর নেদারল্যান্ডস শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৯ রানের জুটি গড়ে। ওয়েসলি ব্যারেসি ৪১ ও কলিন অ্যাকারম্যান ১৫ রান করেন।
ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তাদের ব্যাটিং প্রচেষ্টার নেতৃত্ব দেন। তিনি ৮৯ বলে ৬৮ রান করেন এবং সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫ রান করেন।
ইনিংসের শেষ ওভারে মেহেদী হাসান ১৭ রান দেন। তিনি যদি এতগুলো রান না দিতেন, তাহলে নেদারল্যান্ডসকে কম রানে আটকে রাখতে পারত বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। এ ছাড়া শরিফুল, তাসকিন ও মেহেদী নেন দুটি করে উইকেট।
নাসুম আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন ও মেহেদীকে দলে নিয়ে এসেছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসও জিতেছে মাত্র একটি ম্যাচে।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের বিশ্বকাপের পরবর্তী পর্বে খেলার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবে। তবে পরাজিত হলে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ হারানোর আশঙ্কায় বেশি।
এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের সূচনাও খুব আশা জাগানিয়া নয়। ইনিংসের পঞ্চম ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লিটন দাস। তবে বল তার গ্লাভসে লেগে উপরে উঠে গেলে সহজেই তা লুফে নেন উইকেটকিপার স্কট অ্যাডওয়ার্ডস। লিটন দাস আউট হয়েছেন ৩ রানে।
পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। লোগান ভ্যান বিকের গুড লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে অ্যাডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তরুণ এই বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১৫ রানে।
অপরদিকে ১৮ বল খেলে ৯ রান করে আউট হন শান্ত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৬২ রানে হারিয়েছে ৩ উইকেট।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বাঘিনীদের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
ভারতের চেন্নাইয়ে সোমবার (২৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান বর্তমানে ৪১ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানে ব্যাট করছে।
বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা পাকিস্তান দশম স্থানে থাকা আফগানিস্তানের মুখোমুখি হবে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
স্বভাবতই দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আছে। এই ম্যাচে হারলে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রার ইতি ঘটতে পারে।
অন্যদিকে, পাকিস্তান পরপর দুই ম্যাচ হারের পর ঘুরে দাড়াতে চাইবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বরে আক্রান্ত মোহাম্মদ নওয়াজের জায়গায় প্রথমবারের মতো শাদাব খানকে একাদশে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান।
অন্যদিকে, ফজলহক ফারুকির বদলে স্পিনার নূর আহমেদকে নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, নূর আহমেদ।
পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দুর্দান্ত জয়ে ইংল্যান্ডকে বিদায়ের দ্বারপ্রান্তে নিয়ে গেল প্রোটিয়ারা
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ক্লাসেন ও জ্যানসেনের জুটিতে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত, খেলছেন না সাকিব
পুনেতে আইসিসি বিশ্বকাপের ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ইনজুরির কারণে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বাদ পড়ায় তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব প্রথমে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরির কারণে তিনি বাদ পড়েন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
সাকিবের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
উপরন্তু, তাসকিন আহমেদের পরিবর্তে হাসান মাহমুদকে বেছে নিয়েছে বাংলাদেশ। এর ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হলো হাসানের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস
আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়া ২০৯ রানের টার্গেট শ্রীলঙ্কার
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
ইনজুরি কাটিয়ে উইল ইয়ংয়ের জায়গায় দলে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, প্রথমে ব্যাট করবেন কি না তা নিয়ে তিনি বিভ্রান্ত ছিলেন, তবে শেষ পর্যন্ত এই সুযোগকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান
মেহেদী হাসানের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ ২০২৩: কিউইদের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা
১ বছর আগে
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে বুধবার (১১ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
চেন্নাইয়ে লো স্কোরিং থ্রিলারে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। এছাড়া ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে আফগানিস্তান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় ইংল্যান্ডের
এদিকে ভাইরাসের কারণে শুভমান গিল ভারতের হয়ে ছিটকে পড়েছেন। যার ফলে বাঁহাতি ইশান কিষাণ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস- এর সূচনা করবেন।
অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।
আফগানিস্তান ধর্মশালা থেকে একই লাইনআপ ধরে রেখেছে এবং আরও ভালো স্কোর করতে বদ্ধপরিকর। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে নিয়ে সতর্ক থাকবে।
জাদেজা আফগানিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৮৫ গড়ে ৭ উইকেট ও দিল্লিতে ২০ দশমিক ৭৭ গড়ে ৯ উইকেট নিয়েছেন।
অরুণ জেটলি স্টেডিয়াম টুর্নামেন্টের মাঠটি ব্যাটসম্যানবান্ধব মাঠ হিসেবে প্রমাণিত।
শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এই রানের জবাবে ৩২৬ রান করে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে
বিশ্বকাপ মিশনটা লঙ্কানরা শুরু করল ১০২ রানের বড় ব্যবধানে হেরে। ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান এটিই।
পিচটি আবার ব্যাটসম্যানদের পক্ষে হবে বলে আশা করা হচ্ছে।
লাইনআপ-
ভারত-
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
আফগানিস্তান-
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উল-রহমান, নাভিন-উল-হক, ফজলহাক ফারুকী।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
১ বছর আগে