৫ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ৫ রানের ব্যবধানে জয় পেয়েছে। এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচটি বাতিল করা হয়।
শেষ ম্যাচে আয়ারল্যান্ড টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। স্বাগতিকরা ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান করে। মাহমুদুল হাসান জয় ১৩৫ বলে ৩টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১২৩ রান করেন।
অধিনায়ক সাইফ হাসান ৩ রানের মাথায় আউট হলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আনিসুল ও মাহমুদুল ৪৯ রান যোগ করেন। আনিসুল ৪১ রান করে সাজঘরে ফেরেন।
আয়ারল্যান্ডের পক্ষে মার্ক ৫.৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট লাভ করেন। রুহান প্রিটোরিয়াস ও হ্যারে টেক্টর ২টি করে উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে ওপেনার স্টিফেন ডনি ৯৯ বলে ১টি ছক্কা ও ৯টি চারে ৮১ রান করলেও দলের হার এড়াতে পারেননি। মার্ক ও নেইল রক যথাক্রমে ৪৫ ও ৩৫ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য তাদের ১১ রান প্রয়োজন ছিল। তবে রেজাউর রহমান রাজা মাত্র ৫ রান দেন।
বাংলাদেশের পক্ষে সাইফ ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। এছাড়া শফিকুল ও তানভীর ইসলাম উভয়েই ২টি করে উইকেট শিকার করেন।
সিরিজে ২৮৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক জয়। একটি শতক ও দুটি অর্ধশতক রয়েছে তার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তৌহিদ হৃদয় ও সাইফ হাসান। তাদের রান যথাক্রমে ২২৬ ও ১৯০।
সুমন খান ৭টি, মুকিদুল ৬টি ও সাইফ ৫টি উইকেট লাভ করেন।
উভয় দল টি২০ ম্যাচে মুখোমুখি হবে। দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ড দলের ভ্রমণ জটিলতার কারণে একটি ম্যাচ বাতিল করা হয়েছে।