মাহমুদুল হাসান জয়
ঢাকা টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এই টেস্টে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ ফিরেছেন একাদশে। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি এবং সাঈফ হাসান বাদ পড়েছেন।
অপরদিকে, পাকিস্তান তাদের একাদশে প্রথম টেস্টের কোনো পরিবর্তন করেনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।
পড়ুন: ঢাকা টেস্ট: শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী, শাহীন আফ্রিদি।
আরও পড়ুন: জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা টেস্ট থেকে বাদ সাইফ হাসান
৩ বছর আগে
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল
বাংলাদেশ ইমার্জিং দল রবিবার সফরকারী আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ জয় তুলে নিয়ে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে।
৩ বছর আগে
ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলতে চায় জুনিয়র টাইগাররা। আর এতেই টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা আকবর আলীরা শেষ ম্যাচটিও জিতে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে চান।
৪ বছর আগে