বুড়ো আঙুলের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক সোমবার(১৮ মার্চ) চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঘাত পান। পরে এক্স-রে পরীক্ষায় তার ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে অ্যাভালশন ফ্র্যাকচার ধরা পড়ে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, 'ম্যাচের পর ঢাকায় মুশফিকের এক্স-রে পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় তার ডান হাতের বুড়ো আঙুলের এমআইপি জয়েন্টে অ্যাভালশন ফ্র্যাকচার হয়েছে।’
ইনজুরির কারণে তিনি বর্তমানে পুনর্বাসন ব্যবস্থায় রয়েছেন। ধারণা করা হচ্ছে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন না এই অভিজ্ঞ খেলোয়ার।
এই মুহূর্তে মাঠে মুশফিকের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলের টেস্ট লাইনআপের মূল ব্যক্তিত্ব। বিসিবির জাতীয় নির্বাচক প্যানেল শিগগিরই মুশফিকের পরিবর্তে একজনের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।