ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে এবারও তার স্বীকৃতি পেলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো (দিবু) মার্তিনেস। প্রথম গোলরক্ষক হিসেবে টানা দুবার ইয়াশিন ট্রফি জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে সোমবার দিবাগত রাতে জমকালো ব্যালন দ’র অনুষ্ঠানে মার্তিনেসের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘লেভ ইয়াশিন ট্রফি’।
মার্তিনেসের হাতে পুরস্কারটি তুলে দেন তারই জাতীয় দলের সতীর্থ ও ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।
আরও পড়ুন: ইতিহাসের আরও এক পাতায় ‘কোপা বিজয়ী’ লামিন ইয়ামাল
সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে এই পুরস্কার দিয়ে আসছে ফ্রেঞ্চ ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুবার এই পুরস্কার জিতে যেন বিশ্বাসই হচ্ছে না মার্তিনেসের।
‘এটা একবার জেতাই তো অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না!’
‘এটি আমার জন্য অনেক বড় ব্যাপার। জাতীয় দলের হয়ে সবসময়ই আমি খেলার স্বপ্ন দেখে এসেছি। এরপর এতে কম বয়সে ইংল্যান্ডে আসা এবং অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনার জার্সিতে খেলা!’
গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক ছিলেন দিবু। সর্বশেষ দুটি কোপা আমেরিকায়ও হন সেরা গোলরক্ষক। এসবের ফলস্বরূপ টানা দুবার তিনি জিতলেন ইয়াশিন ট্রফি।
আরও পড়ুন: ব্যালন দ’র: মেয়েদের ফুটবলে বার্সেলোনার জয়জয়কার
তবে বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়ার পরও নিজেকে সেরা মানতে নারাজ ৩২ বছর বয়সী এই ফুটবলার।
‘নিজেকে আমি সেরা হিসেবে দেখি না। অনেক ভালো গোলরক্ষক আছে যাদের প্রতি সপ্তাহেই আমি দেখছি। আমি কেবল দলীয় প্রচেষ্টাকেই গুরুত্ব দেই আর নিজের উন্নতি করতে চাই। অ্যাস্টন ভিলার হয়ে উন্নতির ধারাটি ধরে রাখতে চাই।’